সরল ব্যক্তি … চাতকের মত…শকুনের মত হওয়ায় লাভ কী? – ব্যাখ্যা

সত্যানুসরণ -এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

সরল ব্যক্তি ঊর্দ্ধদৃষ্টিসম্পন্ন চাতকের মত। কপটী নিম্নদৃষ্টিসম্পন্ন শকুনের মত। ছোট হও, কিন্তু লক্ষ্য উচ্চ হোক; বড় এবং উচ্চ হ’য়ে নিম্নদৃষ্টিসম্পন্ন শকুনের মত হওয়ায় লাভ কী?

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

শ্যমাপদ—যেমন চাতক আকাশের জল ছাড়া পান করে না, তেমন সরল ব্যক্তি আকাশের দিকেই তাকায়, শকুন দেখতে বড় কিন্তু দৃষ্টি ভাগাড়ের দিকে।

শ্রীশ্রীবড়দা—সরল ব্যক্তির ঊর্দ্ধ দৃষ্টিটা কি? আকাশের দিকে তাকিয়ে থাকা? দৃষ্টিটা সৎকাজের দিকে। তাতে ঊৰ্দ্ধ হবে কেন? ওটা জীবন বৃদ্ধির সহায়ক এইজন্য ।

[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-৭/৫/৭৯ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৩৩]

[ কপটতা বা কপট ব্যক্তির উপরে অন্য বাণীগুলো (ব্যাখ্যা সহ) দেখুন]

Loading