আমার কথা

সকল দাদা ও মায়েদের আমার রা’নন্দিত ‘জয়গুরু’।

আমি একজন খুব সাধারণ, একেবারেই নগণ্য মানুষ। ঠাকুরের কৃপায় তাঁর দীক্ষা পেয়েছি। তাঁর বাণীসমুহ আমাদের পথপ্রদর্শক। আমি যখন দেখি যে অনেকেই তাঁর বাণী হুবহু মুখস্ত বলে যাচ্ছে, খুব ভালো লাগে। কিন্তু আমি সম্পূর্ণ বাণী মনে রাখতে পারি না। পরে বের করতেও মুশকিল হয় যে কোন বইতে এটি আছে। এ থেকেই একটা চিন্তা আসে যে বাণী খুঁজতে কম্পিউটার ব্যবহার করলে কেমন হয়! প্রথমে শুধু নিজের জন্য একটি ডেটাবেজ তৈরী করতে চেয়েছিলাম। পরে ভাবলাম একটা ওয়েবসাইট করলে তো আমার মতো অনেকেই বাণী খুঁজে পাবে। এভাবেই এর যাত্রা শুরু ….।

শ্রীশ্রীঠাকুরই এই ওয়েবসাইট তৈরীর প্রধান অনুপ্রেরণা। তাঁর কথাগুলি সকলের কাছে পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য।

আমি তেমন কোনো কম্পিউটার এক্সপার্ট নই। আমার পেশাগত দিকটাও এর সাথে সম্বন্ধীয় নয়। তবে নেটে একটু পড়ে যা পারি করছি। কাজেই কোনো পেজের উন্নয়নে কোনো সাজেশন থাকলে আমাকে ইমেইল করলে উপকৃত হব। তবে অন্যদের মতামতও অনেক গুরুত্বপূর্ণ। আমি সকলেরই ফিডব্যাক আশা করছি।

আপনাদের প্রত্যেকের হৃদয়ে ঠাকুরের ইচ্ছাই জাগ্রত হউক।

জয়গুরু।

এই ওয়েবসাইটের উন্নয়নে যেকোনো পরামর্শের জন্য ইমেইল করুন info@srisrithakur.com

Loading

1 thought on “আমার কথা”

Comments are closed.