স্বাস্থ্য ও সদাচার প্রসঙ্গে অনুশ্রুতি ৩য় খন্ড

অনুশ্রুতির ৩য় খন্ডে “স্বাস্থ্য ও সদাচার” শিরোনামে পৃষ্ঠা ২০০ – ২১০ পর্যন্ত মোট ৫৫ টি বাণী রয়েছে।নিচে বাণীসমূহ দেয়া হলো। রসুন, মেথি, কালো জিরে,সর্দ্দি নিরোধ করেই ধীরে। ১। কী ক’রে বা কী এড়িয়ে স্বাস্থ্যটি তোর নিটোল থাকে,ঐ তো বুঝিস্ স্বাস্থ্যবিধি — পড়বি না যায় রোগবিপাকে। ২। স্বাস্থ্য-আচার সেধে-পেলে স্বস্তিতে কর্ বসবাস,অস্তিতে তোর স্বস্তি আসুক হো’ক্ … Read more

Loading