বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে?
বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে?
সকল আনন্দের উৎস
বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে?
শ্রীশ্রীঠাকুর—সত্যানুসরণ আমার হাতের লেখা। প্রথম বই। বই ব’লে তো লিখিছিলাম না।
সত্যানুসরণের ৬৯ – ৭২ পৃষ্ঠায় শ্রীশ্রীঠাকুর ব্রহ্ম, ভগবান, সদগুরু, সৎ, সন্ন্যাস, সমাধি, ধ্যান, যোগ, ঋষি, মুক্তি, আধ্যাত্মিকতা, প্রকৃত বিচার, যুক্তি, অনুতাপ, তীর্থ, পূণ্য, পাপ, সত্য, সসীম, অসীম – এগুলোর সংজ্ঞা দিয়েছেন।
যদি এতটুকু লোকনিন্দা, উপহাস, স্বজনানুরক্তি, স্বার্থহানি, অনাদর, আত্ম বা পরগঞ্জনা তোমার প্রেমাস্পদ হ’তে তোমাকে দূরে রাখতে পারে, তবে তোমার প্রেম কতই ক্ষীণ—তা’ নয় কি?
সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ-নাম মনন কর ; আর, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ কর—আমি নিশ্চয় ব’লছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না।
দেহ থাকতে অহঙ্কার যায় না, আর ভাব থাকতেও অহং যায় না। তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে, passive (অক্রিয়) হ’য়ে যে যত থাকতে পারে, সে তত নিরহঙ্কার এবং সে তত উদার।
তুমি যদি কোনও সত্য জেনে থাক আর তা’ যদি মঙ্গলপ্রদ ব’লে জান, প্রাণপণে তারই বিষয় বল এবং সব্বাইকে জানতে অনুরোধ কর ;
যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে, সেই নেতা ; নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায়?