পাপ প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর সত্যানুসরণের ৩৬, ৩৭ পৃষ্ঠায় বলেছেন….
যদি পাপ ক’রে থাক, কাতরকণ্ঠে তা’ প্রকাশ কর, শীঘ্রই সান্ত্বনা পাবে।
[উপরের “যদি…পাবে” বাণীটির ব্যাখ্যা]
সাবধান! সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না, উত্তরোত্তর বর্দ্ধিত হ’য়ে অতি সত্বর তোমাকে অধঃপতনের চরমে নিয়ে যাবে।
[উপরের “সাবধান…যাবে” বাণীটির ব্যাখ্যা]
অন্তরে যা’ গোপন ক’রবে তাই বৃদ্ধি পাবে।