কী করলে কী হবে আর কী হবে না – এমন বেশ কিছু বিষয় শ্রীশ্রীঠাকুর সত্যানুসরণের পৃষ্ঠা নং ২৯, ৩০ এ বলেছেন..
হৃদয় দাও, কখনও হ’টে যেতে হবে না।
[উপরের “হৃদয়…না” বাণীটির ব্যাখ্যা]
নির্ভর কর, কখনও ভয় পাবে না।
[উপরের “নির্ভর…না” বাণীটির ব্যাখ্যা]
বিশ্বাস কর, অন্তরের অধিকারী হবে।
[উপরের “বিশ্বাস…হবে” বাণীটির ব্যাখ্যা]
সাহস দাও, কিন্তু শঙ্কা জাগিয়ে না দিতে চেষ্টা কর।
[উপরের “সাহস…কর” বাণীটির ব্যাখ্যা]
ধৈৰ্য্য ধর, বিপদ কেটে যাবে।
[উপরের “ধৈর্য…যাবে” বাণীটির ব্যাখ্যা]
অহঙ্কার ক’রো না, জগতে হীন হ’য়ে থাকতে হবে না।
[উপরের “অহঙ্কার…না” বাণীটির ব্যাখ্যা]
কেহ তোমাকে দোষী করবার পূর্ব্বেই কাতরভাবে নিজ দোষ স্বীকার কর, মুক্ত-কলঙ্ক হবে, জগতের স্নেহের পাত্র হবে।
[উপরের “কেহ…হবে” বাণীটির ব্যাখ্যা]
সংযত হও, কিন্তু নির্ভীক হও।
[উপরের “সংযত…হও” বাণীটির ব্যাখ্যা]
সরল হও, কিন্তু বেকুব হ’য়ো না।
[উপরের “সরল…না” বাণীটির ব্যাখ্যা]
বিনীত হও, তাই ব’লে দুৰ্ব্বল-হৃদয় হ’য়ো না।
[উপরের “বিনীত…না” বাণীটির ব্যাখ্যা]
নিষ্ঠা রেখো, কিন্তু গোঁড়া হ’য়ো না।
[উপরের “নিষ্ঠা…না” বাণীটির ব্যাখ্যা]
সাধু সেজো না, সাধু হ’তে চেষ্টা ক’র।
[উপরের “সাধু…কর” বাণীটির ব্যাখ্যা]
কোন মহাপুরুষের সঙ্গে তোমার নিজের তুলনা ক’রো না, কিন্তু সৰ্ব্বদা তাঁর অনুসরণ কর।
[উপরের “কোন…কর” বাণীটির ব্যাখ্যা]
যদি প্রেম থাকে, তবে অপরকে আমার বল, কিন্তু স্বার্থ রেখো না।
[উপরের “যদি…না” বাণীটির ব্যাখ্যা]
প্রেমের কথা বলার আগে প্রেম কর।