হাসা, কাঁদা ও বলা প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর তার সত্যানুসরণের পৃষ্ঠা নং ২৫, ২৬ এ বলেছেন…
হাসো, কিন্তু বিদ্রূপে নয়।
[উপরের “হাসো..নয়” বাণীটির ব্যাখ্যা]
কাঁদো, কিন্তু আসক্তিতে নয়, ভালবাসায়, প্রেমে।
[উপরের “কাঁদো…প্রেমে” বাণীটির ব্যাখ্যা]
বল, কিন্তু আত্মপ্রশংসায় বা খ্যাতি বিস্তারের জন্য নয়।
তোমার চরিত্রের কোনও উদাহরণে যদি কারো মঙ্গল হয়, তবে তার নিকটে তা’ গোপন রেখো না।