প্রেম ভক্তিরই ক্রমোন্নতি। ….. বেশী।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

প্রেম ভক্তিরই ক্রমোন্নতি। ভক্তির গাঢ়ত্বই প্রেম। অহঙ্কর যেখানে যত পাতলা, ভক্তির স্থান সেখানে তত বেশী।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

শ্রীশ্রীপিতৃদেব সামনের সকলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন—আলোচনা করার আছে?

শতীশদা—আজ্ঞে, আগেরটার কিছু জানার আছে।

শ্রীশ্রীপিতৃদেব—বল্‌।

—সৎ-এ সংলগ্ন থাকাকে ভক্তি বলে।’ এই সৎ-এ সংলগ্ন থাকা মানে কি ইষ্টে সংলগ্ন থাকা?

শ্রীশ্রীপিতৃদেব—হ্যাঁ, তাই।

—ইষ্ট ছাড়া কি হ’তে পারে না?

শ্রীশ্রীপিতৃদেব—ইষ্ট তো আছেনই, ইষ্ট ছাড়া হয় কি ক’রে? (একটু থেমে) জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, দর্শন কোনটাই ইষ্ট ছাড়া নয়। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। এর মধ্যেও ইষ্ট আছেন। তাঁকে বাদ দিয়ে বিশেষ জ্ঞান হয় নাকি? সাহিত্যের মধ্যেও হিত শব্দ আছে। তাই তাঁকে বাদ দিয়ে সাহিত্য হয় না, দর্শনও হয় না।

[ইষ্ট-প্রসঙ্গে/তাং-৩০/১০/৭৩ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২২১]