হটে যাওয়াটা বরং…. নিয়ে যাবে। – ব্যাখ্যা

সত্যানুসরণের বাণীটি হলোঃ

হটে যাওয়াটা বরং দুর্ব্বলতা নয়কো, কিন্তু চেষ্টা না করাই দুৰ্ব্বলতা। তুমি কোন কিছু ক’রতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফলমনোরথ হও ক্ষতি নাই। তুমি ছেড়ো না, ঐ অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক প্রদত্ত ব্যাখ্যা :

মৈত্ৰেয়ী দে আলোচনা করার নির্দেশ পেলেন। তিনি বাণীটি পুনরায় দ্রুত পাঠ করলেন । তা শুনে শ্রীশ্রীপিতৃদেব বললেন—এত হুটোপুটি করে পড়ছিস কেন? একেবারে মেসিন চালিয়ে দিচ্ছিস!

মৈত্রেয়ীদি এবার ধীরে-ধীরে পাঠ করলেন ও বললেন—নিষ্ঠা সহকারে যদি আমি কোন কাজ করি, ছেড়ে না দিই, নিষ্ঠার সঙ্গে লেগে থাকি তাহলে একদিন না একদিন ফল পাবই।

শ্ৰীশ্রীপিতৃদেব—ফল পাবই মানে?— কী আছে বাণীতে?

— ঐ অম্নান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে অর্থাৎ সাফল্যের দিকে নিয়ে যাবে।

[ পিতৃদেবের চরণপ্রান্তে/ তাং-৩০/৫/৮০ ইং ]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ এর পৃষ্ঠা ৯]

Loading