অনুরাগ প্রসঙ্গে অনুশ্রুতি ৪র্থ খন্ড

অনুশ্রুতি ৪র্থ খন্ডে “অনুরাগ” শিরোনামে পৃষ্ঠা ৫১ – ৫৪ পর্যন্ত ১৭ টি বাণী রয়েছে।
নিচে বাণীসমূহ দেয়া হলো।

যেথায় যেমন লাগছে মজা, 
তা'তে তুমি তেমনি তাজা । ১ ।
যেখানে যেমন আন্তরিকতা
মজাও সেখানে তেমনি,
ঐ মজা আবার মজিয়ে তোলে
তদর্থেতেই সেমনি । ২।
নিষ্ঠা-অনুগতি-কৃতি
প্রীতির সিদ্ধ লক্ষণই এই,
যত ব্যতিক্রম এর যেখানে
বুঝবি তেমন প্রীতি নেই । ৩ ।
নিষ্ঠা-অনুগতি-কৃতি 
ভালবাসায় যদি থাকে,
ভরদুনিয়া ভেঙ্গে গেলেও
সাধ্য কি যে ভাঙ্গে তা'কে ! ৪।
প্রীতি যদি একটুও থাকে—
অপদস্থ যতই হো'ক্,
মঙ্গলই চায় হৃদয় খুলে
প্রিয়-বেদনার যেমন ঝোঁক । ৫ ।
নিষ্ঠানিপুণ প্রীতি যেমন
আনুগত্য-কৃতি নিয়ে—
নিরাবিল হয় তা'রই প্রীতি
বাসে ভালো হৃদয় দিয়ে । ৬।
নিষ্ঠানিপুণ ভালবাসা
দেখবে যেখায় যেমনতর,
আনুগত্য-কৃতিও কিন্তু
উঠবে ফুটে তেমনতর । ৭।
বুকের বোঝা খুলে যেথায়
উভয়তঃ স্বস্তি পায়,
প্রীতি সেথায় সুজাগ্রত
নিষ্ঠা-বাঁধন শুভ সেথায় । ৮।
মত্ততা তোর যেথায় আছে
মুগ্ধ প্রীতি সেথায় বয়,
অটুট একনিষ্ঠা ছাড়া
প্রীতি কি আর কোথাও রয় ? ৯।
দেওয়া-থোওয়া সব বেলাতেই
উথলে ওঠে নন্দনা,
এমন মনের গহন কোণে
থাকেই প্রীতি-স্পন্দনা । ১০।
প্রীতির মত নাইকো কিছু
প্রয়োগ করতে যদি পার,
প্রীতির তরে মুগ্ধ সবাই
প্রীতি জিনিস এমনি দড় । ১১।
পুণ্য প্রীতি ফুল্ল করে
অহিংসাচর্য্যী উদ্দীপনায়,
প্রীতি যেথা সত্তাঘাতী—
পাপ-অনুচরণ,—তা'ই জানায় । ১২।
মননদীপ্ত অনুরাগটি
চৰ্য্যাবুদ্ধ প্রাণে
অনেক আপদ দূরই করে—
কৃতিবুদ্ধ টানে । ১৩।
শ্রদ্ধা কিন্তু নিয়ন্ত্রিত করে
বহু বৈকল্য শরীর-মনের,
শ্রদ্ধা নিয়ে ক'রো বসবাস
এড়াবে তা'তে বিপাক ঢের। । ১৪।
করবে যেমন হবেও তেমন
নিষ্ঠারতি যেথায় থাক্,
শ্রেয়শ্রদ্ধা হৃদয়টাকে
তৃপ্তই করে, করে না খাক্‌ । ১৫।
কান্তই যা'র যথাসর্ব্বস্ব
প্রতিপদক্ষেপে জীবনে,
সর্ব্বার্থেরই স্বার্থ তিনি
সুনিষ্ঠ বিহিত চলনে,
তবে তো কান্তা শান্ত শান্তা
দীপ্ত স্মৃতির বলনে ! ১৬।
ভালবাসার ভঙ্গী দেখেই
হোস্ না ওরে মুহ্যমান,
কাজে-কর্ম্মে দেখবি যেমন
বুঝবি সেথায় তেমনি প্রাণ ;
অন্তরেতে থাকলে দরদ
কাজে-কর্ম্মে ফোটে তা'ই,
করার পথে যা' না দেখিস—
বুঝে নিবি, দরদ নাই ;
নিজ ব্যবহার—শুভ আচরণ
করবি কিন্তু ভাল ক'রে,
প্রত্যয় কিন্তু করবি সেথায়
কাজে যেমন দেখবি তা'রে ;
তাড়ন-পীড়ন, কটু কথায়
দরদবিহীন টিকতে নারে,
থাকলে দরদ শিষ্ট নেশায়
পীড়ন-কথায় সে কি ডরে ?
বুক পেতে সে ধরেই কিন্তু
যত দরদ যত পীড়ন,
নিষ্ঠানিপুণ প্রাণে করে
সব কিছুরই সুসংযমন ;
মোটামুটি প্রীতির লক্ষণ
এইগুলি সব জেনে রাখিস,
চলবি সেথায় তেমনি হ'য়ে
যতখানি যেমন পারিস্ । ১৭।

Loading