অনুশ্রুতি ৪র্থ খন্ডে “অসৎ-নিরোধ” শিরোনামে পৃষ্ঠা ১৩৭ – ১৫২ পর্যন্ত ৯২ টি বাণী রয়েছে।
নিচে ৫১-৯২ নং বাণীসমূহ দেয়া হলো।
সত্তার সাথে সাবধানতায়
নিটোল গেঁথে নিস্ প্রাণে,
আপদ্ যেন না আসে তোর
সাবধানতার অনবধানে । ৫১।
বৃদ্ধি পাবে যত তুমি
অসৎ-নিরোধ তেমনি ক'রো,
সুকৌশলে সাবধানেতে
অসৎটাকে আগলে ধ'রো । ৫২।
অসৎ যা' তা'য় নিরোধ ক'রে
সৎ দীপনায় চলবি যত,
সমাধানী তৎপরতায়
উন্নতিও বাড়বে তত । ৫৩।
সৎ যাহাদের অন্তর-ঝোঁক—
অসৎ হ'তে সুসাবধানে
উচ্ছলিত প্লাবন-বেগে
চলেই কৃতির দ্যোতন টানে । ৫৪।
বোধবিবেকী বিবেচনা
সুসন্ধিৎসু দৃষ্টি নিয়ে
সুফল আনে সকলেরই
প্রসাদপূর্ণ তৃপ্তি দিয়ে ;
ঊর্জ্জী-দীপ্ত পরাক্রমে
নিয়ে প্রস্তুতির সঙ্গতি,
নিরোধ করে অসৎ—নিয়ে
বীর্য্য-পরাক্রমী দ্যুতি । ৫৫।
মিষ্টি হ'য়েও তীব্র হ'য়ো
অসৎ-নিরোধ-ঊর্জ্জনায়—
দৃঢ়-পরিকর হ'য়ে
ঝেঁটিয়ে অসৎ বর্জ্জনায় । ৫৬ ।
জাতি ও ব্যক্তির অসৎ যা'-সব
ঝেঁটিয়ে সে-সব ক'রো বা'র
অসৎস্পর্শী ব্যক্তিগুলি
শিষ্ট সরল ক'রে সুধার । ৫৭।
অসৎ যা’-সব দূর ক'রে দিস
অশুভ আসে না যা'তে কা'রো,
সন্দীপ্তিসহ সক্রিয় ক'রে
করবি হৃদয় ঊর্জ্জী আরো । ৫৮।
শিবের শিঙা উঠুক বেজে
ডমরুই ডিডিম তাল,
তাণ্ডব তালে ওঠ্ রে নেচে
ভাঙ্গুক সকল দুষ্ট জাল । ৫৯।
দক্ষ ঊর্জ্জী তৎপরতায়
ক'রে নিরোধ অসৎ যত,
সামঞ্জস্যে আন্ সবারে
ধৃতিপথে ক'রে আনত । ৬০।
দৃপ্ত হ'য়ে থাক্ ওরে তুই,—
রোখে-ঝোঁকে-সাহসে,
সমঞ্জসা ধী নিয়ে দাঁড়া,
পালাক অসৎ তরাসে । ৬১।
এখনও তোরা অবধানে আয়
সাবধানে হ'য়ে অসৎ হ'তে,
গ'ৰ্জ্জে উঠুক ঊর্জ্জী চলন
দাঁড়াক কঠোর প্রস্তুতিতে । ৬২ ।
নিষ্টাপ্রতুল অটুট আবেগ
পরাক্রমশীল স্বতঃই হয়,
অসৎ যা'-কিছুকে আঘাত হেনে
সৎ সংস্থাপণে আনেই জয়। ৬৩।
নিষ্ঠানিপুণ অনুরাগে
সদ্-আচারে চলতে থাক্,
কৃতিসুন্দর তপ-আগুনে
অসৎ যা’-সব জ্ব'লে যাক্ । ৬৪।
নিষ্ঠানিপুণ মাতাল হ'লে—
পরাক্রমে বিপুল হ'য়ে,
সাত্বত যা' নয়কো কখন
ভাঙ্গেই সে-সব আগুন ব’য়ে । ৬৫।
কুৎসা-কুটিল ব'ললে কথা
ইষ্ট কিংবা অভীষ্টে তোর,
ঊর্জ্জী স্বাদু উৎসর্জ্জনায়
করবি নিরোধ জীবন-ভোর । ৬৬।
ইষ্টনিন্দা—অপমানকে
নিরোধ যদি নাই করিস,
প্রবৃত্তি তোর উঠবে বেড়ে
করবেই নষ্ট তোরে জানিস্ । ৬৭ ।
ইষ্ট, শ্রেয়, সতের নিন্দা
সুধী-সুন্দর তর্জ্জনায়
করলে নিরোধ——বাড়েই যে বোধ
পরাক্রমী ঊর্জ্জনায় । ৬৮ ।
শ্রেয়পুরুষ প্রভু যিনি
অশিষ্ট ব্যবহার করলে সেথায়—
পরাক্রমে নিরোধ ক’রো,
প্রশ্রয় দিও না কভু সেটায় । ৬৯।
প্রিয় কিংবা শ্রদ্ধাপাত্র
সৎ-শিষ্ট যিনিই হন,
অশিষ্ট দুষ্ট ব্যবহার হ'তে
ক'রো নিয়ত তাঁ'দের ত্রাণ । ৭০।
নজর রেখো—প্রেষ্ঠ শ্রেয়ের
আপদ-বিপদ্ যদিই হয়,
নিরোধ ক'রো শিষ্টাচারে,—
স্বস্তি সবা'র প্রাণে বয় । ৭১ ।
ইষ্টনিদেশ-অনুশীলনা
যা'তে ব্যর্থ, বৃথা হয়—
সাবধানতা নিয়ে তা'কে
করিস্ কিন্তু নষ্ট-ক্ষয় । ৭২।
সৎ ও সুধী সঙ্গ পেলে
ভাগ্যের হয় ব্যতিক্রম,
অসৎ অনেক নিরোধই পায়
সৎ-চলনে বাড়ে উদ্যম । ৭৩ ।
ইষ্টনিষ্ঠ কৃতি যা'দের
ইষ্টচর্য্যাই যা'র প্রধান,
অনেক আপদ নিরোধ করে
স্বস্তি, ধৃতির হয় আধান । ৭৪ ।
ইষ্টার্থটির ব্যতিক্রম যা'—
যতই মহান্ যেমন বলুক্
ধ'রবি নেকো, করবি নিরোধ
অসৎ-আপদ্ যা'ই আসুক । ৭৫।
জীবনীয়তে ও অসৎ-নিরোধে
যে-জন যেমন কৃতী,
সত্তাসঙ্গতি ঢেরই সার্থক
সার্থক তা'র ধৃতি । ৭৬ ।
নিষ্ঠানিপুণ অনুরাগে
শ্রেয়চর্য্যী কৃতি নিয়ে
ব্যতিক্রমকে করবি দমন—
আবেগদীপ্ত হৃদয় দিয়ে ।৭৭ ।
ইষ্টনিষ্ঠা-আনুগত্য—
কৃতিদীপ্ত হ'য়ে স্বতঃ,
তীৰ্য্যতেজা বীৰ্য্য নিয়ে
করবি নিরোধ অসৎ যত । ৭৮ ।
ঊর্জ্জীতেজা বিক্রমে তুই
ইষ্টনিষ্ঠা ধর্ এঁটে
শিষ্ট তালে ধৈর্য্য রেখে
তাঁ'র অনিষ্ট রোধ্ সেঁটে । ৭৯ ।
ধৃতিসম্বেগ সাথে নিয়ে
বোধবিবেকের অনুনয়ে
অন্তরেরই উছল আবেগ
আত্মরক্ষায় চলেই বেয়ে । ৮০।
সতের দিকে এগুতে হ'লেই
এগিয়ে যাওয়ার বাড়া বল,—
সুবিন্যাসে নিরোধ ক'রে
পেছটানের যা' বাধাসকল । ৮১ ।
ইষ্টনিষ্ঠ পরাক্রমটি
এমনতরই ঊর্জ্জী রাখিস্—
অমঙ্গল যা' কৃতি-তপে
স্বস্তিপ্রসূ করতে পারিস্ । ৮২।
ইষ্টার্থটির প্রতিষ্ঠা তুই
করবি যতই বিরোধ ভেঙ্গে,
সন্দিপনী তৃপ্তি এসে
বাড়বে বিভব নন্দ-রঙ্গে । ৮৩।
বিকট বেধূম অগ্নিশিখায়
অসৎ যা'-সব জ্বালিয়ে দে,
নিরোধশক্তি সাবুদ ক'রে
জীবনটাকে বাড়িয়ে নে,
কিঙ্কিণীর ঐ ঝঙ্কারে তুই
হপ্কে কেন যাবি থেমে ?
দুরন্ত তোর স্ফুরণ-চলায়
কৃতি-স্বস্তি আসবে নেমে । ৮৪ ।
দুষ্ট হ'তে বাধ্য ক'রে
লোককে শিষ্ট করতে চাস্
অসাধু প্রয়াস তোমার এমনি—
অসৎ-চলার হবে চাষ ;
জীবন-বৃদ্ধির ধ্বংস আনে
বহায় ব্যভিচারের স্রোত,
মরণ-যাত্রী যা'তে করে—
করবি না সে অসৎ-নিরোধ ? ৮৫।
ধৈর্য্যহারা মর্য্যাদাতে
বিক্ষুব্ধিকে ডাকবে যত,
বিক্ষোভও কিন্তু তেমনি ক'রেই
করবেই তোমায় অবনত ;
তাই তো বলি, সাবধান থাক
সতর্ক থাক সন্ধিৎসায়,
সবার উপাদেয় হ'য়ে ওঠ
আপদ্-নিরোধী শৌর্য্যটায় । ৮৬।
নিষ্ঠানিপুণ কৃতি যেথা
সমীচীনের সম্বোধে
অনুগতির উৎসারণায়
ব্যতিক্রম যা' সব রোধে,
অকৃতি আর বিকৃতি যা’
ব্যবস্থিতির বিন্যাসে
দূর হ'য়ে যায়—রাগদীপনী
নিষ্পাদনার উল্লাসে । ৮৭ ।
অসৎ-নিরোধ-প্রস্তুতি তোমার
বোধবিবেকের অনুশীলনে
চিরদিনই উছল রেখো
অসৎ-নিরোধ প্রয়োজনে,
সাবধানতা সঙ্গে রেখে
সব দিকেতে লক্ষ্য রেখো,
আপদ্ যেন না আনে বিপদ্
সতর্কতায় সবটা দেখো । ৮৮।
ইষ্টনিদেশ করতে পালন
তোমার মজুত সংস্কার
বাধা দেবে করতে ব্যর্থ
বিকৃতি গতি নিয়ে তা'র ;
তাঁ'র নিদেশটা এমনি ধরবি
চাহিদাগুলি বেশ বুঝে—
সংস্কারের কোন তিরস্কার
না দেয় বাধা—ঠিক সুঝে । ৮৯।
কুসংস্কার যা' আছে তোর
পরাক্রমী ব্যজনে
উড়িয়ে দে সব, হ' দৃঢ় তুই
ইষ্টনিদেশ-পালনে ;
স্বস্তিপন্থা ঐ-ই কিন্তু
অস্তি-চলন বাড়িয়ে দেয়,
অশিষ্ট যা' শিষ্ট ক'রে
জীবনটাকে শুধরে নেয় । ৯০।
অত্যাচার যা' তা'র হোক্ না ধ্বংস
অত্যাচারীর শুভ হোক্,
ঐ প্রবৃত্তি নষ্ট ক'রে
পারিস্ – বাড়াস্ সৎ-এর ঝোঁক ;
সাহস বীৰ্য্য ঊর্জ্জনা যা'
এস্তামাল ক'রে ক্রমে-ক্রমে,
এমনভাবে ওঠ্ দাঁড়িয়ে
ধী ও বীর্য্যের সুসঙ্গমে । ৯১।
দরদভরা হৃদয় নিয়ে
নিপুণ স্থৈর্য্যে চর্য্যা কর,
দোষ-নিরাকরণে দেখ তুমি
সার্থক হ'তে কত পার,
ঐটেই তো আত্মপ্রসাদ
প্রস্তুতিটি যা'তে রয়,
ঐটেই তো কৃতি-প্রভাব
উন্নতি তোমার যা'তে বয় । ৯২।