ইষ্টভৃতি নিয়ে দীপরক্ষী ৩য় খন্ড


ইষ্টভৃতি নিয়ে দীপরক্ষী ১ম খন্ডের ১০১ পৃষ্ঠায় আলোচনা রয়েছে। নিম্নে তা দেয়া হলো।

১২ জ্যৈষ্ঠ, রবিবার, ১৪৬৪ (ইং ২৬/৫/১৯৫৭)

…..
এই সময় বহিরাগত একটি মা এসে শ্রীশ্রীঠাকুরের সামনে কিছু পয়সা রেখে প্রণাম করলেন। সেদিকে লক্ষ্য ক’রে শ্রীশ্রীঠাকুর জিজ্ঞাসা করলেন—ও কিসের পয়সা?

উক্ত মা—আমার ইষ্টভৃতি।

শ্রীশ্রীঠাকুর—ও এখানে না। ইষ্টভৃতি দিতে হয় আমার ঐ অফিসে।

উক্ত মা—ফিলানথ্রফি অফিসে?

শ্রীশ্রীঠাকুর—হ্যাঁ।

মা-টি পয়সা ক’টি তুলে নিয়ে শ্রীশ্রীঠাকুরকে প্রণাম ক’রে অফিসের দিকে গেলেন।
……

Loading