ভক্তি প্রসঙ্গে অনুশ্রুতি ৪র্থ খন্ড

অনুশ্রুতি ৪র্থ খন্ডে “ভক্তি” শিরোনামে পৃষ্ঠা ১৭ – ২০ পর্যন্ত ২৪ টি বাণী রয়েছে।
নিচে বাণীসমূহ দেয়া হলো।

ভক্তি মানেই ভজন কিন্তু
ভজন মানে সেবা,
নিষ্ঠানিপুণ ভজনই তাই
অন্তরেরই বিভা । ১।
ভক্তি মানেই ভজনরাগ
সেবাচৰ্য্যী বৰ্দ্ধনা,
অসৎ-নিরোধ তৎপরতায়
বজ্রকঠোর ঊর্জ্জনা । ২।
ভক্তি থাকার প্রধান লক্ষণ—
ভজনসেবার অনুরাগ
শিষ্ট কৃতির বাঁধন দিয়ে—
সঙ্গে থাকে বোধন-রাগ । ৩।
ভক্তির গোড়াই নিষ্ঠা জানিস্ 
আনুগত্য-কৃতিসম্বেগ,
না থাকলে এই সার্থক ধারা
থাকে নাকো ভক্তি-আবেগ । ৪।
লোভের দায়ে ভক্তি যখন
উথলে উঠল, ঠিক জেনো—
ভক্তি নয় তা', স্বার্থসেবা,
নিষ্ঠাবিহীন তা' মেনো । ৫।
নিষ্ঠা-উদ্যম না থাকে যা'র
ভজনদীপ্ত যে-জন নয়,
যেমন-তেমন যা' করুক সে
ভক্তি কখনও সে-জন পায় ? ৬ ।
তেজ-বীর্য্য রয় না ভক্তের—
পেলি কোথায় এমন কথা ?
ইষ্টতেজা বীর্য্য কি রয়
ভক্ত ছাড়া অন্য কোথা ? ৭ ।
শক্তিভরা দীপ্ত ভজন
থাকলেই কিন্তু ভক্তি হয়,
ভক্তের হৃদয় পরাক্রমী
নিষ্ঠাস্রোতা হ'য়েই রয় । ৮।
নিষ্ঠা যদি না থাকে তোর
ভজনদীপ্ত ঊর্জ্জনায়,
ভক্তিও তুই পাবি কোথায় ?
চলবে জীবন নন্দনায় ? ৯।
ঊজ্জী নিষ্ঠা নাইকো যা'র 
পরাক্রমী নয় যে-জন,
নাইকো শিষ্ট কৃতিসেবা,—
ভক্তিদীপ্ত রয় কখন ? ১০।
কৃতিচর্য্যায় ধৃতিপোষণ—
ধারণশক্তি বাড়ে তা'তে,
নিষ্ঠানিপুণ উদ্যমেতে
পুণ্য বহে হৃদয়টাতে । ১১।
ক্লীব ভক্তি ভক্তিই নয়কো,
থাকে না তা'তে পরাক্রম,
নিষ্ঠাকৃতি নাই তাহাতে
নাইকো বীৰ্য্য, নাই উদ্যম । ১২ ।
কাপুরুষরা ঊর্জ্জী ভক্তির
সেবায় কভু থাকতে পারে ?
ভক্তি-বনাম ক্লীবতা সেথায়
আধিপত্য করেই করে । ১৩।
ভক্তি কভু চায় কি মরণ ?
তরণই তা'র স্বভাব-যাগ,
অসৎ-নিরোধ ক'রে ভক্তি
দেয় ছড়িয়ে প্রীতির রাগ । ১৪ ।
অনুকম্পায় ভক্তির গতি
নিষ্ঠা-সেবা-পরিচর্য্যায়,
অসৎ-নিরোধ ক'রে ভক্তি
জীবনটাকে নিয়ত জাগায় । ১৫।
যে যাহাতে ভক্তিমান
নিষ্ঠাও তদ্-অনুপ্রাণ,
আনুগত্য-কৃতিও তেমনি
ব্যক্তিত্বেরও তেমনি স্থান । ১৬।
বীৰ্য্য নিয়ে ভক্তি চলে
শক্তি দিয়ে সবার প্রাণে,
বোধ-বিধায়ন ঊর্জ্জনাতে
ভক্তি সবায় অভয় দানে । ১৭।
বীর্য্যভরা ভক্তি যেথায়
গ'র্জে ওঠে সেবারাগে—
বৈশিষ্টেরই বিশেষ চর্য্যায়
মত্ত হৃদয় স্ফূর্ত্তিফাগে । ১৮।
ভক্তিই কিন্তু শক্তি বাড়ায়
হয় না ভক্ত অলস-বেকুব,
ভজনসেবায় দীপ্ত তা'রা—
পাপ-বিনাশক তীব্র ধূপ । ১৯।
চললে ভক্তি শিষ্ট তালে
নিষ্ঠা-অনুগতি নিয়ে,
কৃতিদীপ্ত উচ্ছলাতে
চলে সকল সত্তা দিয়ে । ২০।
অস্খলিত নিষ্ঠারাগে
আনুগত্য-কৃতি নিয়ে,
চর্য্যারাগে সত্তাপূজায়
জাগবে ভক্তি ধৃতি-পায়ে । ২১।
ইষ্টভক্তির আসনই সত্তা
নিষ্ঠানিপুণ আবেগ নিয়ে,
সেথায় অসৎ রয় না কিন্তু
নিরোধে সর্ব শক্তি দিয়ে । ২২।
বোঝে নাকো পাওয়াটাই যে
ভজনচর্য্যার অবদান,
ভগবান্ তা'র বোঝা ব'য়ে
ক'রেই থাকেন স্বস্তি দান । ২৩।
শিষ্ট-সুধী বুদ্ধ-শুদ্ধ
ভজন যাহার নন্দনা,
ভরদুনিয়ায় সেই জনই তো
লোকপ্রিয় বন্দনা । ২৪।

Loading