চরিত্র নিয়ে অনুশ্রুতি ২য় (১-৫০)

অনুশ্রুতির ২য় খন্ডে “চরিত্র” শিরোনামে পৃষ্ঠা ১৪০ – ১৯০ পর্যন্ত মোট ২৮০ টি বাণী রয়েছে ।
নিচে ১ – ৫০ নং বাণীসমূহ দেয়া হলো।

চিন্তা-চলন যেমন 
চরিত্রও তেমন। ১।
বৈশিষ্ট্য যা'র যেমন 
ব্যক্তিত্বও তা'র তেমন। ২।
রকম, সকম, হাল,
দেখে হ'বি ওয়াকিবহাল । ৩।
মুখমিষ্টি অসৎ-ব্যাভার,
শয়তানেরই অবতার। ৪।
মূর্খ তা'রা ক্ষতিপ্রবণ 
এই ধরণীতলে,
বেফাঁস কথা বলে যা'রা
বেঢক চলায় চলে। ৫।
মুক্ত-চলন যা'র যেমন
চরিত্রও তা'র তেমন। ৬।
যেমন ধর, যেমন কর,
       নিষ্ঠাচলন যে-প্রকার,
সেইটিই তো জানিয়ে দেয়
       জন্মগত অধিকার;

খাঁকতি কিংবা বাড়তি কোথায়,
       পেতে পার কেমন কী,
সত্তাগত জন্ম তোমার
       জন্মগত কেমন ধী ! ৭।
চিন্তা-মতন চলন ফোটে,
চলন-তালে কথা,
এই তিনই বেমিছিল যা'র
সততা তা'র বৃথা। ৮।
ক্রোধ না বেড়ে—রোখ বাড়ে যা'র
সৎসন্দীপী হ'য়ে,
নাছোড়বান্দা সে মানুষটি
শুভয় চলে ব'য়ে। ৯।
(আমার) চিত্ত-চলন কৰ্ম্মদীপন
শক্তি-স্বস্তি নিয়ে,
শিবসুন্দরে সার্থক হো'ক্
সব তোমাকেই দিয়ে। ১০।
নিষ্ঠাবিহীন শ্রদ্ধাহারা 
অব্যবস্থ চিত্ত যা'র,
ব্যক্তিত্বটি ছেদ্য তাহার
আস্থা কিন্তু করিস্ না তা'র । ১১।
মন্ত্রগুপ্তি নেইকো যাহার
বিশ্বস্ততায় খর্ব্ব যে,
তা'রেও আস্থা করা কঠিন
সরল ছোবল দেবেই সে। ১২।
গুপ্তকথা যে-জন তোমার
অন্যায্যতায় ফাঁসিয়ে দেয়,
হোক না কেন বিশাল বন্ধু
সুবিধা পেলেই সুযোগ নেয়। ১৩।
আদরভরা শুভ যেথায়
চলা-বলা-অনুচর্য্যায়,
শিবসুন্দর সেই ব্যক্তিত্বে
ততদিনই র'ন বজায়। ১৪।
আনুগত্য নাইকো তোমার
সমবেদনা দিশেহারা,
প্রতিষ্ঠা তুই পাবি কোথায় ?
অন্তরই যে ছন্নছাড়া। ১৫।
বৃত্তি-বেকুব শুকনোমুখী
সুখেও কষ্ট পায়,
শ্রেয়-নতি-হারা হ'য়ে
অধঃপাতেই যায়। ১৬।
উত্তেজনায় অনাহুত
গুণ-গরিমা নিজের গায়,
যেমন-তেমন হোক্ না সে-জন
দোষের চলন তা'রই পায় । ১৭।
বিদ্যাবান্ আর শ্রেষ্ঠ যা'রা
যেই না ঐক্য হারালো,
ঐটি জানিস্ কূট-কুলক্ষণ
জাহান্নমের পথ হ'ল। ১৮।
নিষ্ঠা-রাতুল পরাক্রমে
ঊর্জ্জীতেজা যা'রাই নয়,
সংহতিতে ছিন্ন তা'রা
পদে-পদে তা'দের ভয়। ১৯।
ইষ্টনিষ্ঠ ধূর্ত্ত-চতুর
কল্যাণকৃৎ যা'রাই হয়,
লোকসম্পদ বাড়েই তা'দের
ভাগ্য তা'দের গায়ই জয়। ২০।
ইষ্টনিষ্ঠ ধৰ্ম্ম-নিদেশ
চরিত্রে যা'র মূর্ত্ত হয়,
সেই তো সাধু সৎ-বিবেকী
আচরণে অটুট রয়। ২১।
ইষ্টার্থ-দীপনী মন যাহাদের
সহজ দীপনায় বয় না,
বিধান তা'দের কৃতি-সার্থক
একস্রোতা হয় না। ২২।
কথায়-কাজে মিল আর
কুশল ব্যবস্থিতি,
ঐ তো সাক্ষী চরিত্রের
কেমন অবস্থিতি। ২৩।
বীর্য্যবত্তা সাহস কথায়
অযথা যা'রা গল্প করে,
কাপুরুষতা জেনে রাখিস্
তা'দের কিন্তু আছেই ধ'রে। ২৪।
কৃতী যা'রা সাহসী যা'রা
নিজের কথা কমই জানায়,
ন্যায়পরতা, সাহস-কথা
পরিবেশ তো আপনিই গায়। ২৫।
ধারণা নিয়েই চলতে থাকে যাঁরা
বাস্তবতার পরিচিতিই কম,
পদে-পদে ঠ'কেই চলে তা'রা
ভ্রান্তি তা'দের হ'য়েই ওঠে যম। ২৬।
গালি-মন্দ ভর্ৎসনারই
আশিস-বরে যা'রা—
বরেণ্যতে বৃদ্ধি পায়নি
শুভপ্রসূ জ্ঞানদৃষ্টি নিয়ে,
মাণিক নিয়ে যতই বেড়াক
করুক বড়াই তা'রই দোহাই দিয়ে,
অজ্ঞতাতে ঝাপসা তা'দের আঁখি
মিথ্যাই শুধু দেখে জগৎভরা । ২৭।
ইষ্টনিষ্ঠা, অনুরাগ,
কৃতি, বীর্য্য, পরাক্রমে,
ভাববৃত্তি রঞ্জিত যা'র
গতিই তা'র পুরুষোত্তমে । ২৮।
যদি হৃদয় ভ'রে উচ্ছলাই
ওজোদীপ্ত রইল না,
(তবে) নিছক জানিস্ নিষ্ঠাপ্রীতি
ঊর্জ্জনাকে বইল না । ২৯।
চাওয়া আছে 
নিষ্ঠা নাই,
ঘুরে বেড়ায়
ঠাঁই-ঠাঁই । ৩০।
অসৎ কথা, দুর্ব্যবহার,
অসৎ-নিষ্ঠা প্রবৃত্তি,
আদত মিথ্যা জেনে রাখিস্
বৃদ্ধিই পায় তা'য় কুবৃত্তি । ৩১।
বড় লোক বা বড় প্রাণ—
দেখবি আছে তা'দের সাথে,
লোককে বড় করার চলন
সকল কাজে—চিন্তাতে । ৩২।
সব-কিছুতেই সঙ্গতি রেখো
চিন্তা রেখো সঙ্গতিশীল,
নিষ্পন্নতায় নিপুণ হ'য়ে
কথায়-কাজে রেখো মিল । ৩৩।
দিয়ে যা'রা ধন্য হয়
কৃতির তৃপণায়,
তা'রাই জানিস্ শ্রেয় মানুষ
তৃপ্তি-প্রসাদ পায়। ৩৪।
নিষ্ঠা-রতি কৃতি-প্রতুল
হ'য়েই যদি না উঠ্ল,
অলস কিংবা ছন্নছাড়া
ব্যক্তিত্বে কী লাভ হ'ল ? ৩৫।
একজোটেতে রেখে মাথা
বোধ ও বিবেক সব একটানা,
সঙ্গতিতে এমনি ক'রেই
ভর-দুনিয়ায় দে না হানা। ৩৬।
মানুষ যা'দের বড় ভাবে
চলতেও চায় তা'দের দিকে,
বড় যা'রা, তাদের বলি
চলতে বড়র আচার রেখে। ৩৭।
ভক্তি-বাতুল মানুষ যা'রা 
নিষ্ঠাহারা বিবেকহীন,
পাগল কথায় নানান ছাঁদে
কাটেই তা'দের চিরদিন। ৩৮।
(যা'রা) নিজের ধান্ধায় ঘুরে বেড়ায়
স্বার্থসেবা-সন্ধানে,
পরকে তা'রা বুঝবে কি আর
দরদ তা'দের কে জানে ? ৩৯।
নাইকো প্রীতি, স্বার্থ আছে,
মূর্খতাই জ্ঞান তা'দের কাছে । ৪০।
লোভই যা'দের সাধনীয়
বৃত্তি-সেবার লাগি',
সদাই তা'রা ঘুরে বেড়ায়
লোভ-ইন্ধন মাগি'। ৪১।
অনুকম্পা কম যাহাদের
লুব্ধ অনুক্ষণ,
লুব্ধ যা'তে সেইটি পেলেই
শান্ত তা'দের মন। ৪২
নিজের স্বার্থই দেখে যে
পরের স্বার্থ নস্যাৎ,
যেমন প্রবীণ হো'ক না কেন
ভাগ্যটি তা'র চিৎপাত। ৪৩।
বকায় মানের হানি গণে
অবসাদগ্রস্ত মন,
কৃতি-বোধন ক্রমেই তা'দের
হয় কি বিচক্ষণ ? ৪৪।
মিত্রদ্রোহী, বিশ্বাসঘাতক, কৃতঘ্ন যে আর,
স-সমর্থক নরকগতি হয়ই তাহার। ৪৫।
ভ্রষ্ট যা'রা দুষ্ট যা'রা
জন্মগত স্বভাবে,
ভয়েই শুধু অনুগত
ধারে কি ধার সদভাবে ? ৪৬।
বিশ্বাসঘাতী প্রতারণাই
চরিত্রে যার এস্তামাল,
সৎ-স্বভাবের সুজন পেলেই
ক'রেই থাকে হাল-বেহাল। ৪৭।
কথায়-কাজে বিশ্বস্ত হও
বিশ্বাস পাবে তবে,
দাবীর তোড়ে বিশ্বাস চেয়ে
বিশ্বস্ত কে কবে ? ৪৮।
কথা শুনে লক্ষ্য রেখো
কাজে করে কী,
দেখে বুঝো কাজের ব্যাপার
খাঁটি কি মেকী। ৪৯।
কথায় যেমন তেমনি কাজে,
সে-লোকটি নয়কো বাজে। ৫০।

Loading