চরিত্র নিয়ে অনুশ্রুতি ২য় (৫১-১০০)

অনুশ্রুতির ২য় খন্ডে “চরিত্র” শিরোনামে পৃষ্ঠা ১৪০ – ১৯০ পর্যন্ত মোট ২৮০ টি বাণী রয়েছে ।
নিচে ৫১ – ১০০ নং বাণীসমূহ দেয়া হলো।

আচারে-ব্যবহারে
কথায়-কাজে
থাকলে মিল
নয়কো বাজে । ৫১।
দুর্ব্বলতা নয়কো ভাল
এটা যেমন ঠিক,
অসৎ কর্ম্মে সবলতা
সেটাও বেঠিক । ৫২।
বোধই যদি গেল—
শৌর্য্য-বীর্য্য যা'ই থাক্ না—
কী লাভ তা'তে হ'ল ? ৫৩।
ভুল বোধ আর ধারণা নিয়ে
বেড়ায় ঘুরে তারাই,
মূর্খ আতুর অহং নিয়ে
যা'রা করে বড়াই । ৫৪।
কিসে কী হয় জানবি রেখে,
হয় না কিসে তাও জানিস,
কখন কী হয় কেমন ক'রে
তা'তেও লক্ষ্য অটুট রাখিস্। ৫৫।
ধরণীতে নোয়াস্ নে মাথা
ধৃতি পাবি তুই কিসে,
এমন রোগেই ধরলো তোরে
হারা হ'লি তাই দিশে। ৫৬।
বিনয়ভরা শ্রদ্ধাভক্তি
কাজে-কর্ম্মে ফুটলো যেই,
প্রতিটি হৃদয় উছল ক'রে
ধৃতির নিশান উড়লো সেই । ৫৭।
বিনয়ভরা যে-হৃদয়ে
বোধ-বিবেকের সমাবেশ,
আদেশ-নিদেশ কেউ দিলে তা'য়
সুখই পায় সে, করে না দ্বেষ । ৫৮।
নগণ্য চৰ্য্যায় বহুত আদর—
পেয়ে করে ভুল আপন কদর । ৫৯।
নিষ্ঠা-প্রতুল হৃদয় যা'র,
খ্যাতিতে বাধা ঘটে না তা'র। ৬০।
স্থির, ধীর, প্রিয়বাদী,
শাসনও যা'র মিষ্টি,
সমীচীনে শুভে চলে
সেইতো প্রেয়ের সৃষ্টি । ৬১।
অটল হ'য়ে নিটোল চলায়
নিষ্ঠারতি যেমন যা'র,
কৃতি-চলায় তেমনতরই
জীবন-পথে অভিসার। ৬২।
নিষ্ঠাই যা'র নাই,
বাহ্য-শিষ্টাচারে তা'র
কী করবে ছাই । ৬৩।
মিষ্টি কথা, মৈত্রীভাব,
শিষ্ট আচরণ,
বংশ আর ব্যক্তিত্বের
প্রধান লক্ষণ। ৬৪।
কাজ করে না পুরো কিন্তু
মজুরীর বেলায় পুরো চায়,
এমনতর লোকও কিন্তু
স্তেয়-দোষে দুষ্ট হয়;
খাটিয়ে নিয়ে পুরো যা'রা
দেওয়ার বেলায় যৎকিঞ্চিৎ,
চৌর্য্য-দোষে তা'রাও কিন্তু
দুষ্ট হয় সুনিশ্চিত;
স্বতঃদীপ্ত অনুগ্রহ
পরিচর্য্যায় যা'রে ধরে,
দুষ্ট হৃদয় হ'লেও সেথা
কৃতজ্ঞতা উঁকি মারে। ৬৫।
কথায়-কাজে স্থির নিটোল
আপদ-বিপদ সব-মাঝে,
ধ'রে নিবি তেমনতরই
বাস্তবতায় দেখলে কাজে । ৬৬ ।
যাই করিস্ না, সততা তোর
রাখবি অটুট শক্ত অটল,
বোধদৃষ্টিও চৌকষ রেখে
সতর্কতায় চলিস্ নিটল। ৬৭।
কথায়-কাজে মিলন যাহার
হৃদয়ভরা ধৃতি-আবেগ,
উর্জ্জীকৃতি শক্তিতে যা'র
থাকেই যে তা'র সাধু সম্বেগ । ৬৮।
আগল-পাগল চিন্তাধারা
চলাবলায় নাইকো মিল,
চঞ্চলতাই সম্পদ তা'র
কোন কাজে তা'র নাই মিছিল । ৬৯।
কুৎসিত আর কুপিত গ্রহের
প্রথম আভাস এই—
ধাপ্পাবাজি ক্রোধন-স্বভাব
সমবেদনা নেই । ৭০।
সৎসন্দীপী ও উপকারী
রুক্ষ কথায় চটে যা'রা,
অন্তরেতে বুঝিস তা'দের
নাই পদার্থ অহং ছাড়া । ৭১।
মর্ম্ম যা'র যেমন
কর্ম্মও তা'র তেমন। ৭২।
মন্দ করার প্রলোভনটি
যা'রই যেমন ক্রিয়াশীল,
ব্যক্তিত্বতে তেমনই সে
তেমনতরই পঙ্কিল। ৭৩।
সব সময়েই আপসোস করে
কাজে তেমন করে না,
নিষ্ঠা ও কৃতি দৈন্যভরা
নাইকো তা'তে ঊর্জ্জনা। ৭৪।
নিন্দা-কুৎসা ক'রে কা'রও
হয় না শুভ অনুষ্ঠান,
মিষ্টি কথায় শিষ্ট চালই
উদ্বোধনার উপাদান । ৭৫।
(যদি) দোষ-বচসা কর,
জ্বলবেই কিন্তু দুষ্ট আগুন
যে-ক্ষমতাই ধর। ৭৬।
করার চলন যেমনতর
যেমনতর আবেগ যা'র,
ভাল-মন্দের তকমা নিয়ে
তেমনতর প্রাপ্তি তা'র। ৭৭।
সন্দেহটা নিশ্চয় নয়
কল্পনারই উৎস তা',
প্রায়ই জানিস্ হয় মেকী
দিগ্ধ মনের অলীক কথা। ৭৮।
নষ্ট যা'রা ভ্রষ্ট যা'রা
কূট-কুৎসিত হৃদয় পায়,
যেমন ভাল যা'ই কর না
নষ্টপানেই তা'রা ধায়। ৭৯।
মিথ্যা ধারণা, মিথ্যা বিচার
মিথ্যা বোধের গর্ব্ব,
সকলি হারায় যায় রসাতলে
আপদ্‌-দীর্ণ সর্ব্ব। ৮০।
বোধ, চরিত্র, আচরণ
যেমন উন্নতিতে চলে,
সেই মানুষই তেমন শ্রেয়
প্রকৃতি তা'ই বলে। ৮১।
যে যেমন হো'ক—
ইষ্টনেশায় যেমন কৃতী, যেমন দড়,
সৎদীপনার এই আবেগই
নিদান তাহার তেমনতর। ৮২।
উত্তেজনার অন্তরটি যা'র
যেমন ফুটে ওঠে,
ব্যক্তিত্বও তা'র তেমনতরই
বুকে রেখো বটে। ৮৩।
সুন্দর যা'র চলন-বলন
নিষ্ঠানিপুণ যুক্তি-জ্ঞান,
মিষ্টি-মধুর বোধ-ব্যবহার—
সৌন্দর্য্যেরই এই তো দান। ৮৪।
চিন্তা-চলন উন্মুখতায়
গুপ্ত-বিরোধ যা'র মনে,
দৈন্যভরা উল্টো স্বপ্ন
প্রায়ই ওঠে সেইখানে। ৮৫।
(তোদের) ভাল হবে কী? 
ভাল করতে যা'ক্ না যে-কেউ
(যদি) রটাস্ ঘৃণ্য ছি ! ৮৬।
নিষ্ঠা যা'দের কম—
কোন কাজেই থাকে না লেগে,
রয় না তা'তে দম। ৮৭।
নিষ্ঠানিপুণ বোধদীপ্ত
চরিত্র ও আচরণ
মোক্থাভাবে মিলিয়ে দেখে
বুঝে নিও লোক কেমন। ৮৮।
মান, বড়াই আর যশের লোভে
অর্থ-সম্পদ আপ্যায়নায়,
নিষ্ঠা-শ্লিষ্ট হ'য়ে যে-জন
কোথাও এসে থমকে দাঁড়ায়;
নিছকভাবেই জেনে রাখিস্—
নিষ্ঠা নাই তা'র কোনকালে,
ঠকবাজি ও প্রতারণায়
নিজেরে সে খোয়ায় হেলায়। ৮৯।
দুষ্ট-কুটিল অসৎ আচার
নিষ্ঠুরতার অভিযান,
তোমার ধৃতি না ভাঙ্গলে তা'য়
নিষ্ঠাপ্রতুল তোমার প্রাণ। ৯০।
নিষ্ঠাস্রোতা শ্রদ্ধা নিয়ে 
কৃতির পথে যেমন চলে,
তেমনতরই স্থৈর্য্যে তা'রা
উজিয়ে চলে বুকের বলে। ৯১।
বলা-করা, চিন্তা-চলন
নয়কো যা'দের সমীচীন,
নিষ্ঠানিপুণ নয় আগ্রহ
সকল কাজেই তা'রা হীন। ৯২।
ঊর্জ্জী নয়কো শ্রদ্ধা যাহার
কৃতিমন্থর জীবন-রাগ,
সঞ্চারণা নিথর তাহার
দীপ্ত নয়কো জীবন-যাগ। ৯৩।
ঊর্জ্জনাহীন শ্রদ্ধা তোমার
সেবা-শিথিল হ'লে,
কৃতির আলো জ্বলবে না তোর
ব্যর্থ হ'বি চ'লে। ৯৪।
অকৃতজ্ঞদের এমনি ধারা
স্বার্থ ছাড়া নাই রতি,
যা'দের দিয়ে স্বার্থ সফল
তা'দের সাথেই কেবল প্রীতি। ৯৫।
অন্তঃকরণ নীচু যা'দের
বলায় করায় নীচুই হয়,
জন্মগত পার্থক্য এই
আপনি আপনার ঘোষে জয়। ৯৬।
অহং-পোষক দাম্ভিক হ'লে
দম্ভে হবে হীন,
ছোট-হাদয় কটু বুদ্ধি
ব্যক্তিত্বে হবে ক্ষীণ। ৯৭।
অশিষ্ট বা নীচু যা'রা
তা'দের চলার এমনই ধারা,
যা'দের প্রতি যা' নয়কো করার
তা'দের বড়াই সেইটি করা। ৯৮।
কোন্ দিকে কে কেমন ঝোঁকা
ভাববিধুর সক্রিয়তায়,
তা'ই বুঝে তুই নিসই বেছে
কেমন সে-জন বাস্তবতায়। ৯৯।
কুকুর ডাকে ঘেউ-ঘেউ
কাক ডাকে কা-কা,
যা'র যেমনটি স্বভাবে হয়
চালাক না হয় বোকা। ১০০।

Loading