চরিত্র নিয়ে অনুশ্রুতি ৪র্থ খন্ড (১-৪০)

অনুশ্রুতি ৪র্থ খন্ডে “চরিত্র” শিরোনামে পৃষ্ঠা ১৫৩ – ১৬৯ পর্যন্ত ৮৪ টি বাণী রয়েছে।
নিচে ১-৪০ নং বাণীসমূহ দেয়া হলো।

যে-ভাবেতে চলে-ফেরে 
করে যেমন কাজ,
চরিত্রও তা'র তেমনতর
চলনেও সেই ধাঁজ । ১ ।
উপাদান-সঙ্গতি যেমনতর
গুণসঙ্গতিও তেমনি হয়,
কৰ্ম্মানুগ বিনায়নে
চরিত্রে তা' বিকাশ পায় । ২।
চৰ্য্যা নাইকো, চিমটি কাটে,
তা'র সাথে কি পিরীত খাটে ? ৩।
চৰ্য্যা নাইকো, চিমটি কাটা,—
অহঙ্কারে ডালিম-ফাটা । ৪ ।
অর্থলোলুপ যে দরদ,
থাকেই কিন্তু তা'তে গলদ । ৫ ।
স্বার্থপাগল নিষ্ঠাহীন
অসৎ কাজে তা'রা প্রবীণ । ৬।
পাওয়ায় খুশি—না পেলে নয়,
এমন লোক কি বান্ধব হয় ? ৭।
উত্ত্যক্ত যে হয়— 
নির্য্যাতিত কাতর চোখে
বিভুর পানে চায় । ৮।
কৃতঘ্ণ যে হবে—
অন্ন সেথা শীৰ্ণ হ'য়ে
নষ্টই সে পাবে । ৯।
দুষ্ট যা'দের মন,
সন্দেহশীল তা'রাই জানিস্
থাকে অনুক্ষণ । ১০।
সন্দেহশীল যা’রা, 
মনগড়া সব প্রমাণ নিয়ে
ঘুরে বেড়ায় তা'রা । ১১।
দুষ্টমনা যা’রা—তা’রাই
সন্দেহশীল হয়ই হয়,
অসৎবুদ্ধির সংক্রমণায়
চলতে থাকে প্রায়ই প্রায় । ১২।
হীন, নীচ আর স্বল্পমনা—
বান্ধবকে তা'রা সন্দেহ করে,
আচার-ব্যাভার জানে নাকো,
দুর্ব্যবহারের গৌরব করে । ১৩।
কথায়-কথায় মান যায় যা'র
ব্যক্তিত্ব তা'র নয়কো ভারী,
ধৃতিচর্য্যী অমানী যে-জন
মানের ওজন আছে তা'রই । ১৪।
নীচুমনাদের রেওয়াজই জেনো—
লাখ অনুকম্পায় সন্দেহশীল,
প্রমাণ-প্রয়োগ নাইকো কথার,
নাইকো কোথাও ন্যায্য মিল,
অনুকম্পী অনুবেদনা
যেই করুক না তা'দের প্রতি,
নিষ্ঠা-আনুগত্য-কৃতির
হয় না প্রায়ই সুসংস্থিতি,
মোচড় দিয়ে সুবিধা নেওয়ায়
সোজা স্বার্থ বোঝে তা’রা,
দেখলে এমন,—সুষ্ঠু প্রাণে
সতর্ক থাকিস সেমনি ধারা । ১৫।
আত্মপরখে নয়কো সাবুদ
এমন যাহারা, ঠিক জেনো—
পরের বেলাতে বিজ্ঞতার ধাঁজে
সাজানো কথা কয়—ঠিক মেনো । ১৬।
নিজেকে যা'রা বুঝতে নারে
সমর্থন করে হরদম,—
বুঝে-সুঝে দেখে নাকো
ভাল-মন্দ — কিরকম । ১৭।
ভাব-ব্যবহার কাজ-কথাতে
সুর-সহ যা'র মিল যেমন,
ব্যক্তিত্বটার ঢংও কিন্তু
স্বতঃই হ'য়ে থাকে তেমন । ১৮।
ব্যক্তিত্বটার ক্রম যেমন যা'র
ভাবে, চলে, তেমনি করে,
কেউ বা চলে উন্নতিতে
ব্যতিক্রমকে কেউ বা ধরে । ১৯।
নিজের ক্ষত চাপা দিয়ে
অন্যের ক্ষত-সন্ধানে—
চরিত্রহীন তা’রাই—ঘোরে
স্বার্থসেবার ইন্ধনে । ২০।
চরিত্রহীন চরিত্রবানকে
কখনও কি বুঝতে পারে ?
নিজ চরিত্রের প্রতিফলনে
সব চরিত্র বিচার করে । ২১।
স্বার্থলুব্ধ হীনমনাদের
প্রীতিতেও থাকে হামবড়াই,
নিজ ব্যক্তিত্বের প্রতিষ্ঠাতে
চালায় কত বাক্‌-লড়াই । ২২।
ব্যভিচারে দুষ্ট যা’রা 
ব্যতিক্রমে পুষ্ট,
লাখ পাণ্ডিত্য থাক না সেথায়
নেহাৎই নিকৃষ্ট । ২৩ ।
লোকের সৎ-উর্জ্জনাকে
যা'রাই জানিস্ কাবু করে,
লোক ভাল না তা'রা কিন্তু
ঘায়েল করে জীবনটারে । ২৪।
ভাল তুমি যতই কর
স্বার্থলোলুপ কৃতঘ্ন যে,
লোলুপতার লুব্ধ মোহে
তোমাকে আঘাত দেবেই দেবে । ২৫।
অলস অবশ অন্ধ যা’রা—
কৃতিচর্য্যার সেবায় ফাঁকি
দিয়ে কি কারো হ'য়েছে শুভ ?
সম্বৰ্দ্ধনায় উঠেছে কি ? ২৬ ।
কল্পনাতেই থাকে শুধু
করে নাকো কাজে,
যেমন-তপাই হোক্ না সে-জন
সবই কিন্তু বাজে । ২৭ ।
করার বোধ নাইকো যা'দের,
ক'রেও যা'দের জন্মে না বোধ, —
ফাঁকা ডঙ্কা তা'রাই বাজায়,
মূর্খতাতেই তামাম্ শোধ । ২৮।
কর্ম্মবিহীন আড্ডাবাজীদের 
যত গৌরব বাক্যে,
দেশবিদেশের খবর জোগায়ে
থাকে তা'রা ঐ লক্ষ্যে । ২৯ ।
        কৃতঘ্ন তোর প্রীতি—
স্বার্থবাদী অসৎচৰ্য্যাই
হ'চ্ছে যে তোর স্থিতি,
তবুও ভাবিস্—
বেশ বড় তুই—
যদিও কু-তে রতি ? ৩০ ।
মহত্বেরই বাড়া-কমা
যাহার যেমন যত হয়,
দুনিয়াতে সে-মানুষই
ছোট কিংবা বড় রয় । ৩১।
মমত্ব বা আমার বোধটি
সঙ্কীর্ণ বা উদার যত,
হৃদয় তেমনি সঙ্কীর্ণ হয়
নয়তো বিস্তার পায় তত ;
এই মমত্ব কাহারও বা
ক্ষুদ্র স্বার্থে ওঠে ফুঁড়ে,
উদার হ'লে সেই স্বার্থে
সব্যষ্টি ওঠেই বেড়ে । ৩২।
চাওয়া-পাওয়ার ডামাডোলের
দ্বন্দ্ব নিয়েই চলে যা'রা,
স্বার্থলোলুপ সন্দীপনায়
পাওয়ার তেষ্টায় ঘোরে তা'রা । ৩৩।
পরচর্চ্চী নিন্দক যা’রা—
সমস্যা নিয়ে স্বতঃই চলে,
নিষ্ঠাপ্রভা নাইকো তাদের
সঙ্গতিশীল কৃতির তালে । ৩৪ ।
নিষ্ঠাহারা গরবভরা
স্বার্থলোলুপ বৃত্তি যা'দের,
যত বড়ই হোক্ না তা’রা
অপস্রিয় চরিত্র তা'দের । ৩৫ ।
চৌর্য্য যা'দের অধিষ্ঠিতি
নিষ্ঠা তা'দের তা'তেই রয়,
সৎ-শুভেরও সংবেদনায়
চৌর্য্যবুদ্ধি লুকিয়ে রয় । ৩৬ ।
নিষ্ঠানিপুণ বোধবিবেক আর
কুলমর্য্যাদার মাথা খেয়ে,
শয়তানরাই তো ভাঁড়ায় মানুষ
জাহান্নমের আড়কাঠি হ'য়ে । ৩৭ ।
কথায় শুধু নিষ্ঠা আছে
ব্যক্তিত্বে নাই ঊর্জ্জনা,
নিষ্ঠা-আনুগত্য-কৃতির
হয়ই সেথায় লাঞ্ছনা । ৩৮ ।
বিরোধনিরোধী কেবল কথা—
ব্যতিক্রমী ব্যবহার
ভগবানের সন্ধান কি পায়,—
ক'রলে তাঁ'কে পরিহার । ৩৯।
মান-মর্য্যাদা যা'দের দাঁড়া
নিষ্ঠা তাঁরা পাবে কোথায় ?
দীর্ণ নিষ্ঠা, আনুগত্য-কৃতি
দাঁড়িয়ে থাকে দুর্ব্বলতায় । ৪০।

Loading