অসৎ পরিহার কর, …… পাবে।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

অসৎ পরিহার কর, সৎ-এ আস্থাবান হও, ত্রাণ পাবে।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

সৎপতি—অসৎ পরিহার করা মানে, জীবন-বৃদ্ধির অন্তরায় যা’,—তা’ বাদ দিয়ে চলা এবং জীবন-বৃদ্ধিকে অনুসরণ করা। অস্তি-বৃদ্ধির মূর্ত্ত প্রতীকের ওপর নিষ্ঠা থাকলে পথ পাবে।

শ্যামল—সৎ এ আস্থাবান মানে সৎ-এ বিশ্বাসী হতে হবে।

শ্রীশ্রীবড়দা—কিসের থেকে রক্ষা পাবে? বিপদ আপদ থেকে। অসৎ কর্মের দ্বারা যে বিপদ আপদ আসে তা থেকে। সৎ এ মানে ইষ্টে বিশ্বাসী। তার মানে ইষ্টের অনুশাসন বাণী মেনে কাজ করব।

[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-১৬/৭/৭৭ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৮৮]