সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
গুরুই ভগবানের সাকার মূৰ্ত্তি, আর তিনিই Absolute (অখণ্ড)।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
সতীশদা—গুরুর ভিতর কম কিছু নেই।
শ্রীশ্রীবড়দা—তিনি Absolute, তাই কম নেই। কুলগুরুর কাছে যখন দীক্ষা নিচ্ছ তখন তাঁকে ভগবানের সাকার মূর্ত্তি মনে করছ; যদি মনে না কর—তবে দীক্ষাও নেওয়া হ’ল না, সাধনাও হ’ল না। তারপরে যদি মেলে পুরুষোত্তম, তাঁকে ধরলে। তাঁর যা’ যা’ নিয়ে ভগবত্তা—তিনি তাই-ই। আমি তো এই রকম বুঝি। ত্রৈলোক্যদা কি বোঝেন?
ত্রৈলোক্যদা—আজ্ঞে হ্যাঁ—তাই।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-১৯/০৪/৭১ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৪২]