গুরুমুখী হ’তে … না।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

গুরুমুখী হ’তে চেষ্টা কর, আর মনের অনুসরণ ক’রো না—উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ ক’রবে না।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

তীর্থ—আমি যদি ইষ্টমুখী হই ………

শ্রীশ্রীবড়দা—ইষ্টমুখী মানে কি?

তীর্থ—ইষ্টের নির্দেশ মেনে চলি, ঠাকুর যা যা বলে দিয়েছেন তাই করি।

শ্রীশ্রীবড়দা—তাহলে কি হল?

তীর্থ—গুরুমুখী হওয়া বোঝা গেল।

শ্রীশ্রীবড়দা—গুরুর অনুশাসনবাদ কাঁটায় কাঁটায় মন প্রাণ দিয়ে করার চেষ্টা করছি। ঠাকুর বলেন,—

“মনের অনুসরণ ক’রো না,
মাছ মাংস খাওয়া ভাল না” ।

আমার মন একদিন বলল ইলিশ মাছ খেতে ভাল। একদিন খেয়েই দেখি না। কিন্তু তা খাওয়া চলবে না। ইষ্টকে অবলম্বন করে জীবনবৃদ্ধির অন্তরায় যা’ তাকে গ্রহণ না করলেই উন্নতি সম্ভব।

[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-২৩/১/৭৮ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২৭৫]

Loading