তোমার চরিত্রের…না।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

তোমার চরিত্রের কোনও উদাহরণে যদি কারো মঙ্গল হয়, তবে তার নিকটে তা’ গোপন রেখো না।”

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

শ্রীশ্রীপিতৃদেব—সতীশ বল্‌।

সতীশদা—আমার কোন উদাহরণ নিয়ে যদি কারও ইষ্টের পথে আগানোর পক্ষে সুবিধা হয় তাহ’লে তা বলা দরকার। যেমন আমি দীক্ষা নিয়ে কিভাবে বিপদ থেকে উদ্ধার পেলাম তা বললে সেও সেই পথে চলে বিপদ থেকে উদ্ধার পেতে পারে। উদাহরণে অনেকে অনুপ্রাণিত হতে পারে।

প্রশ্ন—তাহ’লে যে দীক্ষা গ্রহণ করেনি তার কি কোনও উপায় নেই?

সতীশদা—আমি দীক্ষাগ্রহণ করিনি, কিন্তু ব্যবসায় উন্নতি করেছি। কিভাবে উন্নতি করলাম তা শুনে অনেকে উদ্বুদ্ধ হতে পারে।

[ ইষ্ট-প্রসঙ্গে/তাং-৯/২/৭৬ ইং ]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৯৭]

Loading