তোমার বন্ধু যদি … আলিঙ্গন কর।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

তোমার বন্ধু যদি অসৎও হয়, তাকে ত্যাগ ক’রো না, বরং প্রয়োজন হ’লে তার সঙ্গ বন্ধ কর, কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে-আপদে কায়মনোবাক্যে সাহায্য কর; আর অনুতপ্ত হ’লে আলিঙ্গন কর।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

শ্রীশ্রীবড়দা—বন্ধু তো ভালই ছিল—এক আত্মা—এক প্রাণ—একমন। হঠাৎ সে যদি খারাপ হ’য়ে যায়, যদি তা’কে ভাল করার চেষ্টা না করি—ধর, আমি তোমার বন্ধু, তুমি হঠাৎ কুসঙ্গে পড়ে মদ খেতে শুরু করলে, জুয়া খেলা শুরু ক’রলে তারপর আমি তোমাকে ত্যাগ করলাম।

পণ্ডিতদা—ত্যাগ ক’রলে সে কি আর আসবে?

শ্রীশ্রীবড়দা—সেই জন্যেই প্রথমে প্রয়োজন তা’কে বোঝানোর। ধৈর্য ধ’রে, সহানুভূতি সহকারে তা’র কথা বিবেচনা ক’রে সৎপথে ফেরানোর চেষ্টা করতে হবে। প্রয়োজন হ’লে তার সঙ্গ বন্ধ করে দিতে হবে, কিন্তু বিপদে-আপদে কায়মনোবাক্যে সৰ্ব্বতোভাবে তার মঙ্গলের জন্য চেষ্টা করতে হবে। দূরে সরিয়ে দিলে তো তাকে ফিরে পাওয়া যাবে না। লেগে থাকলে বরং তোমার ভালবাসার টানে, তোমার ভালবাসা রক্ষার দায়ে একদিন না একদিন সে ফিরে আসবে।

[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-২৭/২/৭১ ইং ]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৮৮]

[মনোমালিন্য বিষয়ক সত্যানুসরণের বাণী (ব্যাখ্যা সহ)]

Loading