সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
ধনী হও ক্ষতি নাই, কিন্তু দীন এবং দাতা হও।
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
শ্রীশ্রীবড়দা—ক্ষতি নেই কেন?
জিতেন দলুইদা—দীন ও দাতা হ’লে ক্ষতি নেই।
শ্রীশ্রীবড়দা—ধনীরা সাধারণত এ রকম থাকে না—তা হ’লে! দাতা হও কি? ধনীরা অনেকে দান করে। কিন্তু ধন্য করার ভাব থাকলে হয় না। আমরা ইষ্টভৃতি করি। কিছু দিন করবার পর ঐ রকম ভাব আসে। চাঁদার মত করলে আর হয় না।
সতীশদা—ধনীরা সাধারণতঃ পরশ্রীকাতর হয়।
শ্রীশ্রীবড়দা—উন্নতির আজকাল মানে হয়েছে ধনী হওয়া। নম্রভাব মানে নত হওয়া। উন্নতি মানে শ্রেষ্ঠে বা উচ্চে নত হওয়া।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-২৬/৫/৭৫ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৮১]