যদি নিজের কষ্টের … ভেলও ভাল।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

যদি নিজের কষ্টের বেলায় সংসারী সাজো, অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সেজো না। বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজো আর অন্যের বেলায় সংসারী সাজো, এমন ভেলও ভাল।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

শ্রীশ্রীবড়দা—ভেল মানে প্র্যাকটিস করা । ব্রহ্মজ্ঞানীর ঐটেই হয়। আমি যদি খুব খারাপও হই। যদি কপটাচারিতা না থাকে, তবে একদিন হবেই। আমি কপট আচরণ কখনই করব না। আমার ভাল-মন্দ সব নিয়েই আমি ইষ্টস্বার্থপ্রতিষ্ঠাপরায়ণ হয়ে চলার চেষ্টা করবো।

যামিনী—আমার পরিবেশে যদি সব কপটাচারী হয়, সেখানে আমার নিষ্কপট হওয়া মানে কি অস্তিত্বকে নষ্ট করা নয়?

শ্রীশ্রীবড়দা—কখনই নয়। আমি অকপট হয়ে পরিবেশে চললে, তাদের ভিতর বেশি লোকই আমাকে ভালবাসবে, শ্রদ্ধা করবে, বিশ্বাস করবে। কপটতা আমরা যেখানেই করি, ভাই-বোন আত্মীয়-স্বজনের কাছে করি; তার মানে নিজের কাছেই করি। আমার বিদ্যা না থাক, গুণ না থাক, বুদ্ধি না থাক, কপটাচার না থাকলে আমাদের জীবনের মূল সাধনা অনেক সহজ হয়ে যায়।

[ ‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-১৩-৪-৭৩ ]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৯৪]

Loading