বিনয়ের মত … নেই। – ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

বিনয়ের মত সন্মোহনকারক আর কিছুই নেই।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

রামগোপাল—বিনয় মানে নম্রতা। সম্মোহন মানে সম্যক ভাবে মোহিত করা।

শ্রীশ্রীবড়দা—মোহিত করা কি? কথাটা কি?

রামগোপাল—বিনয়ই হচ্ছে সম্যকভাবে মোহিত করা।

সুখেন—নম্রতার মত বিনয়ের দ্বারা মানুষের চিত্ত আকর্ষণ করা।

শ্রীশ্রীবড়দা—মোহিত মানে কি?

সুখেন—আকর্ষণ করা।

শ্রীশ্রীবড়দা—নম্রতাই চিত্ত জয় করবার সবচেয়ে বড় অস্ত্র।

[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-০৯/১২/৭৮ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২৪১]

Loading