সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
“বিপদকে ফাঁকি দিয়ে ও পরাস্ত ক’রে সফলতা-লক্ষ্মী লাভ কর ; বিপদ যেন তোমায় সফলতা থেকে বঞ্চিত না করে।“
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
ক্ষিতীশদা—বিপদকে ফাঁকি দেওয়া মানে বিপদ যাতে না আসে তেমন ভাবে চলা। আগেকার দিনে ঘর তৈরী করতে হলে কুয়ো বা পুকুর করত আগে, যাতে কাজের সুবিধা হয়।
শ্রীশ্রীবড়দা—আগের থেকে করলে ফাঁকি দেওয়া যায়। ফাঁকি দেবার মধ্যে একটা Farsightedness আছে, পরাস্ত করার মধ্যে ready-wit আছে। বিপদ মানে যে Condition-এ আছি তার থেকে আরও দুঃখদায়ক অবস্থা।
হরিপদদা—আমাদের ক্ষিতীশদা (বড়ো) একবার আশ্রমের একটা হরিণ দেখতে গেছেন। হঠাৎ হরিণটা attack করেছে। উনি শিং দুটো ধরে চেঁচাচ্ছেন। হরিণ বা বাঘ Adult হলে instinct চাঙ্গা দিয়ে ওঠে। ক্ষিতীশদা যদি তখন দৌড়ে যেতেন তবে শিং দিয়ে মাজা বা পেট একদম ফুঁড়ে দিত। উনি যদি বিপদকে ফাঁকি দিতে চাইতেন তবে জানতেন ও (হরিণ) adult হয়ে গেছে এবং ওর কাছে যেতেন না।
[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-২৪/৫/৭৫ ইং]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৮০]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ১৮০]