বিবেককে অবলম্বন …. না।-ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

বিবেককে অবলম্বন কর, আর মনের অনুসরণ ক’রো না—উদারতা তোমাকে কখনও ত্যাগ ক’রবে না।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

সুখেন আলোচনা করছে। ও বললো—ভাল-মন্দ বিচার করে ভালটা করাই বিবেককে অবলম্বন করা। আর ঠাকুর এখানে মনের অনুসরণ করতে নিষেধ করছেন।

শ্রীশ্রীপিতৃদেব—বেশ, করলাম না। উদাহরণ দিয়ে বুঝাবি তো? যেমন—ঠাকুর বলেছেন—

“ঊষা নিশায় মন্ত্র সাধন
চলা ফেরায় জপ
যথা সময়ে ইষ্টনিদেশ
মূর্ত্ত করাই তপ।”

—ভোরে ঘুম ভেঙেছে। মন বলছে আর একটু ঘুমাই—এইরকম নাকি?

সুখেন—আজ্ঞে হ্যাঁ।

শ্রীশ্রীপিতৃদেব—আর কি আছে?

সুখেন—উদারতা তোমাকে কখনও ত্যাগ করবে না।

শ্রীশ্রীপিতৃদেব—উদারতা কি? উদার হলে কেমন হয়?

সুখেন—তখন সকলকে ভালবাসতে পারব।

শ্রীশ্রীপিতৃদেব—হ্যাঁ। হৃদয়ের প্রসার হয়। সকলকেই ভালবাসা যায়।

পরে শ্রীশ্রীপিতৃদেব উপস্থিত জনদের উদ্দেশ্যে বললেন—বোঝা গেছে নাকি? তারা সম্মতিসূচক সায় দিলেন।

শ্রীশ্রীপিতৃদেব খুশীর সাথে বললেন—বেশ ভালই বলেছে।

[ পিতৃদেবের চরণপ্রান্তে/তাং-২৪/১/৭৯ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ২৭৬]

Loading