হাসো, কিন্তু বিদ্রূপে নয়। – ব্যাখ্যা

সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:

হাসো, কিন্তু বিদ্রূপে নয়।

পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :

শ্রীশ্রীবড়দা—যেখানে belittle (মর্যাদাহানি করা) এর sense (প্রবণতা) আছে সেইটা না করার কথা ঠাকুর বলেছেন।

পণ্ডিতদা—বাবা একবার একটা তোতৃ্লা দেখে খুব হাসছিলেন। সে লোকটি খুব দুঃখ পেল। তখন ঠাকুর বললেন “তুমি কিছু মনে করো না। অন্য প্রসঙ্গে কথা হচ্ছিল, উনি তাই হাসছিলেন।” শেষে লোকটা চলে গেলে ঠাকুর বাবাকে বললেন “খবরদার, আর কখনও ওরকম হাসবেন না!”

[‘যামিনীকান্ত রায়চৌধুরীর দিনলিপি/তাং-১২/৪/৭১ ইং]

[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৯৬]