সেবা প্রসঙ্গে অনুশ্রুতি ৩য় খন্ড (৫১-১০০)

অনুশ্রুতির ৩য় খন্ডে “সেবা” শিরোনামে পৃষ্ঠা ১০৯ – ১৩৮ পর্যন্ত মোট ১৬৮ টি বাণী রয়েছে।
নিচে ৫১ – ১০০ নং বাণীসমূহ দেয়া হলো।

অনুকম্পা না থাকলে তোর
দরদী হ'বি কিসে?
অনুকম্পাই দরদী ক'রে
চৰ্য্যায় বিকাশে। ৫১।
সুখের ধান্ধায় ঘুরলি কত
পরকে সুখী করলি না,
ওরে বেকুব ! আপ্তসুখী !
সুখ কোথায় তা' বুঝলি না। ৫২।
শুভ পরিচর্য্যার সাথে
না চ'লেই চা'স্ শুভ হো'ক ?
বিধি-বিন্যাসিত ধরায়
খাটবে কি তা'য় তোমার রোখ্ ? ৫৩।
তোমার স্বার্থই দেখ যদি
নিজের অর্থ-নিষ্পাদনে,
পরের কাছে আশা করা
হবে কি সফল ভাব মনে ? ৫৪।
নিলি কিন্তু দিলি না,
তাইতো কিছু পেলি না। ৫৫।
দিয়ে-থুয়ে দরদভরে
প্রতুল ক'রে রাখল যে,—
ধারলি না ধার তা'র কখনও,
বুঝলি নাকো ঠুকলি যে ? ৫৬।
ধরবে নাকো, করবে নাকো
নিজের গায়ে নেবে না,
এমনতর চাল-চলনে
আত্মীয়তা টিকবে না। ৫৭।
সুপদ্ বেলায় রইবে শুধু
পরেও থাকে যেমনতর,
আপদ-বিপদ্ তুচ্ছ ক’রে
আত্মজনে কভু ধর ? ৫৮।
নাইকো দরদ, সুব্যবহার
নাইকো চৰ্য্যা-বৰ্দ্ধনা,
দাবীর তোড়ে নিবি সেবা—
এমন কিন্তু চলবে না। ৫৯।
আত্মীয়তা রাখবে তুমি
আপদের ধার ধারবে না,
এ আত্মীয়তা ব্যর্থ হবেই
সার্থকতা আনবে না। ৬০।
পাওয়ার তালে ঘুরছ তুমি
দিচ্ছও ঐ লোভে,
হৃদয়গ্রাহী নাইকো চৰ্য্যা
ডুবলো যে সব ক্ষোভে ;
স্বার্থলোলুপ! মত্ত পাগল !
ভাবছ মনে যা' যেমন,
পরিস্থিতির সেবা ছাড়া
ব্যর্থ হবে তোর সাধন। ৬১।
চলার পথে ক্ষয়-ক্ষতি যা'
পরিবেশ করে তা'র পূরণ,
পরিবেশকে ফাঁকি দিয়ে কি
হবে নিজের শুভ সাধন ? ৬২।
পরিবেশ হ'তে নিতেই হবে
বাঁচাবাড়ার যা' প্রয়োজন,
পরিবেশের সেবা না করিস্ তো
ডাকবি না কি নিজ পতন ? ৬৩।
নিজের সহ পরিবেশকে
ধারণ পালন করলি না,
ধাতার ধরণ—পালন-পোষণ
না ধ'রে পেলি বঞ্চনা। ৬৪।
পরের ভাল না কর তো
নিজের ভাল হবে কিসে ?
পরস্পরের ভাল করা
সেই তো ভাল হবার দিশে। ৬৫।
পারিবেশিক উৎসৃজনা
ব্যষ্টি দিয়েই হয় তো,
ব্যষ্টি বিনা পরিবেশটা
অন্য কিছুই নয় তো ! ৬৬।
প্রতি বিশেষের বিশেষভাবে
পোষণ-পরিচর্য্যা ক'রো,
বিশেষত্ব যা'দের যেমন
তেমনি তা'দের ধৃতি ধ'রো। ৬৭।
প্রতি বিশেষের আপূরণা
বাঁচা বাড়ার উৎসারণায়,
যেমন ক'রে করবে যেথায়
মজুত রেখো সম্বোধনায়। ৬৮।
যা'কে দিয়ে পাচ্ছ এতই
নেওয়া ছাড়া দিলে কী ?
ফাঁকির সেবায় ফাঁকিই মেলে
জানতে কি তা'ও রয় বাকী ? ৬৯।
যা'র প্রসাদে পা'চ্ছ তুমি
খাচ্ছ চলছ বলছ বেশ,
তা'র চর্য্যা বাদ দিয়ে কি
পাওয়া তোমার হবে অশেষ ? ৭০।
সাত্বত ভাব রয় যদি তোর
সব সত্তারই দিকে চেয়ে,
অনুকম্পী প্রীতি আসে
ঐ পথটি বেয়ে-বেয়ে। ৭১।
লুটে-পুটে খাচ্ছ কত
দাঁড়িয়ে থেকে যা'র ছায়ায়,
তা'র নিয়েই তুই ভরলি আঁচল
করলি কি তুই তা'র মায়ায় ? ৭২।
দেয় যে-জনা দেবেই তোরে— 
স্বার্থ-অন্ধ ! তা'ই ভাবিস্ ?
পাস্ দয়া যা'র, না-পাল্‌লে তা'য়
শুকোবে সে, তা'ও জানিস্ । ৭৩।
দাতার সেবা না-করিস্ তো
দান পাবি তুই কিসে,
স্বার্থসেবা করতে গিয়ে
হারা হ'লি দিশে। ৭৪।
পয়সা নিচ্ছে কাজের নামে
ফয়দা কিছুই দিচ্ছ না,
ফয়দা যদি না দাও তুমি
পাওয়া কিন্তু রইবে না। ৭৫।
মূর্খ বেচাল—ওরে পাগল !
কেনা চাকর যা'র হলি,
তা'র প্রসাদই আত্মপ্রসাদ
ভাবলি শিষ্ট তা'র বুলি ? ৭৬।
চাকরীবাজির বেকুব আবেগ
ক্রীতদাস-বুদ্ধি আনেই আনে,
ঐতিহ্য আর শ্রেয়োনিষ্ঠায়
করেই ব্যাঘাত আঘাত দানে। ৭৭।
জীবনেরই আর্ত্ত ডাকে
দেয় না সাড়া যারা জানিস্,
দুর্ব্বিনীত হৃদয় তা'দের
ক্রূর জীবনে চলছে বুঝিস্। ৭৮।
কথায় তোমার বান্ধবতা
অনুকম্পা কৃতিহীন,
মুখের কথায় আত্মীয়তা,
খাতির চাও—তা' সমীচীন ? ৭৯।
দরদহারা দীর্ণ নেশা,
হারিয়ে ফেলে চলার দিশা। ৮০।
লোভের দায়ে আপন করে—
সে কি আপন হয় কখন ?
স্বার্থ দিয়ে করলে সেবা
তা'কেই বলে আপন-জন ! ৮১।
আপন স্বার্থ খুঁজে বেড়াস্
পরার্থেতে বাধা হেনে,
সবাই কিন্তু পর হবে তোর
এই কথাটি রাখিস্ জেনে। ৮২।
লোকলিপ্সা ঘুচলো যত,
স্থবিরত্বে ঢুকলি তত। ৮৩।
মমতা গহীন যেমন যেথায়
লোকের সুখে-দুখে,
নিষ্পেষণ বা উল্লসনা
বইবে তেমনি বুকে। ৮৪ ৷
নিজ সুবিধায় লোলুপ হ'য়ে
কা'রো অসুবিধা করিস্ না,
সুবিধাসিক্ত করিস্ সবায়
অন্যের নিরোধ আনিস্ না। ৮৫।
তৃপ্তিভরা আগ্রহেতে
যে যা' দেয় নিস্‌ সেটা,
ভাবিস্ না তুই গৰ্ব্বভরে
হ'লি একটা কেউকেটা। ৮৬।
দিয়ে দিলে খোঁটা
ঝ'রে পড়ে বোঁটা। ৮৭।
তুই কিংবা তোর আপনজনা 
করলে কা'রো উপকার,
বিনীত থাকিস্, কৃতজ্ঞ হো'স্
করিস্ নাকো অহঙ্কার। ৮৮।
শ্রদ্ধাভরে যে যা' করে
তা'ই পেয়ে তুই থাকিস্ খুশি,
তুষ্টিহারা আরোর লোভে
ঠকিস্ না তুই তারে দুষি'। ৮৯।
উঁচুর হৃদয় সৎ-প্রসারী
অসৎ-সংঘাত সয়ই সয়,
সয়ও তা'রা, বয়ও তা'রা,
উপকারে কৃপণ নয়। ৯০।
ধরা-পালার নাইকো বালাই
আধিপত্য চায়,
ঐ চাহিদায় গা-টি ঢেকে
রৌরব পিছে ধায়। ৯১।
অঢেল চলার আবেগে তুই
কৃতিরাগে হৃদয় ঢাল,
উজ্জয়িনী অনুরাগে
কৃতিজ্ঞানের হ'য়ে মাতাল। ৯২।
ধারণ পালন প্রীতির নেশায়
স্বভাব-চর্য্যা হয় রত,
ব্যাপ্তিতে তুই উছল হ'য়ে
সব প্রাণেতে থাক্ নিয়ত। ৯৩।
বুঝিস্-সুঝিস্ যত পারিস্
অপচয়কে তফাৎ ক'রে,
নিরাকরণে কৃতি নিয়ে
স্বস্তিতে রাখ্ সবায় ধ'রে। ৯৪।
ধরা-ভরা জীবন শুধু
স'য়ে ব'য়ে চলছে কেবল,
স'য়ে ব'য়ে পরিচর্য্যায়
তোর জীবনও কর্ রে অমল। ৯৫।
ধৃতিদীপন নন্দনাতে
দীপ্ত হ'য়ে ওরে তুই,
পরশ দিয়ে বর্দ্ধিত কর্
পরিস্থিতির পুণ্য ভুঁই । ৯৬।
বিব্রত কেউ হ'য়ে এলে
নিকটে তোমার,
যেমন পার ফিরিও নাকো
ভালই ক'রো তা'র,
তোমার আপদে মানুষেই করে
কে করে অন্য আর? ৯৭।
নিজের ধৃতি অটুট রেখে
পরধৃতির পূজায় থাক্,
ঐ চলনে ঠিকই জানিস্
ভরবে রে তোর আপন ফাঁক। ৯৮।
দেওয়া-থোওয়া করায় জোটে
প্রীতি-চৰ্য্যায় যা' তোমার,
প্রিয়েও দিও তেমনতর
অন্তরের ঐ উপহার। ৯৯।
সবাই কিন্তু বাঁচতে চায়,
ভাল চাওয়া সব জনের,
পারস্পরিক ভাল ক'রে
বর্দ্ধনা আন্ সব লোকের। ১০০।

Loading