কর্ম্ম প্রসঙ্গে অনুশ্রুতি ৪র্থ (৫১-১১৪)

অনুশ্রুতি ৪র্থ খন্ডে “কর্ম্ম” শিরোনামে পৃষ্ঠা ১০৪ – ১২২ পর্যন্ত ১১৪ টি বাণী রয়েছে।
নিচে ৫১ – ১১৪ নং বাণীসমূহ দেয়া হলো।

'কিন্তু' মাঝে নাইকো করা
নাইকো ধরা অন্তরে,
আছে অলস উচ্ছৃঙ্খলা
নিত্য চলার সংসারে । ৫১।
হওয়ার আবেগ সবারই আছে
করার আবেগও তেমনি,
করা দিয়ে হওয়া আসে
প্রাপ্তিও হয় সেমনি । ৫২।
হ'তে হ'লেই করতে হবে
করাই আনে হওয়াকে,
হাতে চাও তো ক'রে চ'লো
নিষ্ঠানিপুণ অনুরাগে । ৫৩।
করাতে তাচ্ছিল্য ক'রে
হ'তে পারা কভু যায় ?
কৃতিকুশল উদ্দীপনায়
করা হ'তে হওয়া পায় । ৫৪।
কৃতিচৰ্য্যায় ফাঁকি দিয়ে
অলস উদাস হ'বি যত,
নিষ্ঠা-অনুগতিও কিন্তু
নিথর অবশ হবেই তত । ৫৫।
করার খাঁকতি হ'লে কিন্তু
হওয়ার আপসোস চলবে না,
লাখ চাও না তুমি কেন
না করলে হওয়া হবে না । ৫৬।
'ক'রে দাও' ব'লে—
না করিয়া কিছু
দিলেও কি কেউ পেতে পারে তা' ?
যা' ক'রে যা' হয়।
না ক'রে সে-সব
কখনও পেয়েছে কেউ কি সেটা ? ৫৭ ।
করা বাদ দিয়ে দয়া চায় যা'রা
সে-চাওয়াটা বড়ই দীন,
সুষ্ঠু কৃতিতে সাধলে দয়ায়
নাচেই দয়া ধিন্-তা-ধিন্ । ৫৮।
না ক'রে কি পায় কেউ কোথায় ?
না ক'রে কি জানাই যায় ?
করার ফলে পাওয়া আসে
এইতো দেখি ভর-দুনিয়ায় । ৫৯।
কর, কর, কর,
এঁটে সেঁটে ধর,
অনুশীলনে অভ্যাস আন,
কর্ম্মকৌশল করায় জান,
সার্থকতায় সোজা এস,
নিষ্পাদনে শুভে হাস । ৬০।
করতে যাচ্ছ যে-সব কাজ
খুঁত রেখো না একটু তা'য়,
তড়িৎ-ঘড়িৎ ক'রেই ফেলো
দেখো কিছু ফসকে না যায় । ৬১।
যা' করবে তা'র ধৃতিই হচ্ছে—
স্বাস্থ্য ও মনের দৃঢ় আবেগ,
যা'য় দাঁড়িয়ে কৃতিও তোমার
চলবে নিয়ে স্বতঃ-সম্বেগ । ৬২।
করণীয় যা' আছে তোর
কৰ্ত্তব্য ব'লে যা' ভাবিস্
অটুট স্বাস্থ্য রেখে তাহার
শুভ-দীপ্ত সমাপন করিস্ । ৬৩।
করবে যেমন হবেও তেমন,
পাবেও তুমি তেমনি,
নিষ্ঠানিপুণ অনুরাগের
বোধ ও আচার যেমনি । ৬৪ ।
পরিস্থিতিত্ নজর রেখো,
রুদ্ধ ক'রো না সক্রিয়তা,
অমনি ক'রে বিনিয়ে নিও
করার বিহিত স্বাধীনতা । ৬৫ ।
কর, ভাব, দেখ, বোঝ—
যেখানে যেমন করতে হবে,
দক্ষকুশল তৎপরতায়
তেমনতরই চলতে র'বে । ৬৬।
শোন্ না, ওরে শোন না,
আবার বলি শোন না,
শিষ্ট-কুশল অনুশীলন ছাড়া
কাৰ্য্য সিদ্ধ হয় না । ৬৭ ।
সব যা' করিস, সব যা' ধরিস্
স্মরণ করিস্ সু-উচ্ছ্বাসে,
নিষ্ঠা-অনুগতি-কৃতি
সব কাজেতে রাখবি ক'ষে । ৬৮।
করতে হবে যেটা তোমার—
শুভ-সুন্দর সমাধানে,
যথাসত্বর ক'রো সেটা
সব বিপত্তির উল্লঙ্ঘনে । ৬৯ ।
শুভনিষ্ঠ তাৎপর্য্যেতে
অর্জ্জনদীপ্ত যাঁ'রাই হ'ন,
সিদ্ধকামা কৰ্ম্মদেবী
তাঁদের প্রতি ফুল্ল র'ন । ৭०।
সঙ্কল্প যা' আস্‌ল মনে
যেমনতর সিদ্ধান্ত হ'ল,
অমনি তা'তে লেগে গিয়ে
নিষ্পাদনের পথে চ'লো । ৭১ ।
সৎ-সঙ্কল্প এলেই জানিস্ —
দেখে-শুনে-বুঝে মনে
অসৎটাকে নিরোধ ক'রে
লাগবি কিন্তু তা'র সাধনে । ৭২।
ভাল ব'লে বুঝবি যা' তা'
করবি সেটা তৎক্ষণাৎ,
কঠিন ব'লে ছাড়িস, না তা'
না ক'রে তা'র কিস্তিমাৎ । ৭৩।
সৎ যা’-কিছু করতে গেলে
যে-সব বিধিতে করতে হয়,
পর্যায়ক্রমে তাই-ই ক'রো
যা'তে সেটা সিদ্ধ হয় । ৭৪ ।
করবি যা' সব—গোপন রাখিস্
সদ্-দীপনায় নজর রেখে,
বোধ-বিবেকী চলন নিয়ে
মূৰ্ত্তি দিস্ তা'র বুঝে-দেখে । ৭৫।
মন্ত্রগুপ্তি না থাকলে কিন্তু
অনেক সময় বিপাক হয়,
সহজ করা ব্যর্থ হ'য়ে
আবর্জ্জনায় লুপ্তি পায় । ৭৬ ।
যে-সব কথা, যে-সব ব্যাপার
দশের চর্য্যায় হবে নিয়োগ,
করবি-কইবি তেমনি ক'রে
করবিও তা'র তেমনি প্রয়োগ । ৭৭ ।
স্বল্প নিয়ে আরম্ভ ক'রে
বৃহতের দিকে এগিয়ে যাও,
এমনতর কৃতিচলনে—
যা'তে কাজে সুফল পাও । ৭৮।
ভাব হবে তোর যেমন দড়
বোধ-দীপনাও তেমনি হবে,
অনাবিল উৎসর্জ্জনায়
কৃতিচর্য্যাও তেমনি র'বে । ৭৯ ।
অবশ হ'য়ে থাকবি কেন—
আলসে কেন রইবি ব'সে ?
ইষ্টনিষ্ঠায় মাতাল হ'য়ে
কৃতিচর্য্যা কর্ না ক'ষে । ৮০।
খাটো হ'য়ে থাকবি কেন
সৎ-সাত্বত সকল কাজে ?
ভাগ্য গড়ার সাধনা জানিস্
কৃতিচর্য্যার মাঝেই রাজে । ৮১ ।
নিষ্ঠা-অনুগতির সাথে
দেখবি যেমন পারগতা,
সেখানে তেমন তা'কে দিবি
বাড়াতে ক্রমে তা'র ক্ষমতা । ৮২।
ক'রে দিতে পারবে না কেউ
করতে হবে তোমাকে,
কৃতির সাথে ধৃতি নিয়ে
অনুশীলনী আবেগে । ৮৩ ।
কৃতিদীপ্ত উদ্দীপনায়
যেথায় যেমন করতে হয়,
তেমনি সাম্য ধীর বিনায়ন
ফলটি করে সুনিশ্চয় । ৮৪।
নিষ্পাদনে অমোঘ হ'য়ে
নিষ্পন্নতায় ত্বরিত হ',
উন্নতিটা আসুক হেঁটে,—
সংস্কৃতি নিয়ে সবটা ব' । ৮৫।
সৎ-এর পূজা করতে গেলেই
নিখুঁতভাবে করবি কাজ,
দক্ষ-ত্বরিত নিষ্পাদনে
করলে হ'বি কৃতিরাজ,
বাস্তবতার যা-কিছু সব
সঙ্গতিশীল অর্থ নিয়ে
একায়নে সার্থক হওয়া—
অনুশীলনে উছল হ'য়ে । ৮৬।
পেতে চাও তো ক'রে চল,—
যা'তে সেটা পাওয়া যায়,
হাজার দিলেও পাওয়া হবে না
না পাও যদি তা' করায় । ৮৭।
নিটোলভাবে ক'রে যেটা
সহজ আয়ত্তে আসবে তোমার,
ঐ আয়ত্তই নিশানা পাওয়ার
যা'তে তুমি ঠকবে না আর । ৮৮।
অভ্যাসে অভ্যস্ত হওয়া
সহজ সন্দীপ্ত উচ্ছলায়,
পাওয়ার কিন্তু সার্থকতাই
নিহিত থাকে নেহাৎ তা'য় । ৮৯ ।
নিষ্পাদনে বিভূতি আসে
দক্ষদীপ্ত উদ্দীপনায়,
তা'তেই কিন্তু আসে ঐশ্বর্য
শিষ্টতপা নন্দনায় । ৯০।
যেমন করায় বোধটি হবে
সেটিও যদি করলে না,
হওয়া কিন্তু হ'ল খুঁতো
পাওয়ার পথে চললে না ৷ ৯১ ।
করাই কিন্তু পাওয়াকে আনে
পাওয়া-অনুগ করা হ'লে,
নয়তো পাওয়া বিফলই হয়,
অমন করায় পাওয়া মেলে ? ৯২ ।
করতে হ'লেই নিষ্ঠা চাই
লেগে থাকা আর সন্ধিৎসা,
এটি জানিস্ সুষ্ঠু হ'লেই
হয়ই পূর্ণ পাওয়ার লিপ্সা । ৯৩।
যা'তে যেমন নিষ্ঠা থাকে
সেমনি থাকে অনুগতি,
কৃতিও চলে সেই তালেতে
নিষ্পাদনেও তেমনি মতি । ৯৪ ।
যা'রা যেমন নিষ্ঠাবান্
অচ্যুৎ হ'য়ে রয় তা'তে,
তা'রা কিন্তু অনেক পারে—
তাঁ'র নিদেশন রেখে মাথে । ৯৫।
শ্রেয়নিষ্ঠা আনুগত্য
কৃতিসম্বেগে দাঁড়িয়ে স্থির,
করার তালে চ'লে-চ'লে
ওঠ হ'য়ে তুই ক্রমেই ধীর । ৯৬।
নিষ্ঠা রেখে তুক্‌ ধ'রে তুই
বিহিত তেমনি নিয়মনায়
যেমনি করবি তেমনি হবে,
পাবিও সেটা সে-ঊর্জ্জনায় । ৯৭।
শ্রেয়নিষ্ঠ চলন নিয়ে
অনুগতি-কৃতি-আবেগে
আলোচনী চক্ষু দিয়ে
বুঝে-সুঝে করিস্ বেগে । ৯৮ ।
দক্ষ কলাকৌশল নিয়ে
কুশল-সুন্দর তৎপরতায়—
করতে হবে যা’-সব কিছু
নিষ্পাদনে আনিস্ তা'য় । ৯৯।
দীপ্ত নিষ্ঠা থাকেই যেথা
আনুগত্য-কৃতি নিয়ে,
নিষ্পাদনের উদ্বেলনে
ত্বারিত্যও ওঠে ফিনিক্ দিয়ে । ১০০।
নিষ্ঠাপূত সাধুকৰ্ম্মা
দেখবে যেমন যেথায়,
কাজের অপচয়-অবহেলা
রয় না প্রায়ই সেথায় । ১০১।
নিষ্ঠাপূত কৃতি যেমন
নিষ্পাদনা আনে,
নিষ্পাদনও তেমনতরই
বিভব আনে টেনে । ১০২ ।
শ্রেয়নিষ্ঠা সবল থাকলে
আনুগত্য-কৃতি নিয়ে,
যেমনই হোক সদ্-দীপনায়
সফল কৃতি আসবে ধেয়ে । ১০৩।
ইষ্টনিষ্ঠা আনুগত্য
করার অভ্যাস বাড়িয়ে তোল্,
নিষ্পন্নতায় কর্ সমাধান
ক্রমেই মিটুক অজানা গোল । ১০৪ ।
ইষ্টনিষ্ঠ তৎপরতায়
অর্জনপটু কৃতিক্ষম,
সদ-ব্যাভারের তাৎপর্য্যেতে
বাড়েই তা'দের বুকের দম । ১০৫ ।
দয়াই যদি চাস্ পেতে তুই
দয়ার কৰ্ম্ম ক'রে চল্,
করা দিয়েই পাওয়া মেলে,
সত্তাতেও তোর আসে বল । ১০৬ ।
জীবনটা যা'য় বাঁচে-বাড়ে
উথলে ওঠে প্রাণে,
সেই তো ভজন, সেই তো চৰ্য্যা—
তা'ই তো বিভব আনে । ১০৭ ।
ভগবান্—ইষ্ট—ধর্ম্মচর্য্যা
যে-সব কিছু করতে হয়,
প্রথম তোমার করণীয় তা'ই
অন্য কিছু তা'র কাছে নয় । ১০৮ ।
নিষ্ঠা নিয়ে ধরবি কাজ
শিষ্টভাবে করিস,
সুকৌশলে সমাধানে
নিষ্পাদনে আনিস্ ;
এমনতর কৃতি-চলন
আনবে বলন তোর,
সুসন্দীপী সদ-ব্যাভারে
হবে সবাই ভোর । ১০৯।
নিষ্ঠা-আনুগত্য-কৃতির
দ্যুতিচলন দেখবে যেমন,
ব্যক্তিত্বটা তেমনতর
সংক্ষেপেতে করবে পঠন,
তদনুগ বুঝে তা'রে
যেমন পার—করবে কাজ,
ব্যক্তিত্ব তোমার বাঁচবে হ'তে
আপদ, বিপদ, অনেক লাজ । ১১০।
যেমন অপকৰ্ম্ম যেই করুক না—
শ্রেয়'র সাথে মিল দিয়ে
আত্মসমর্থন করতে সবাই
চায় কিন্তু তা'র ছায়া নিয়ে ;
বোঝে নাকো সার্থকতা
লুকিয়ে আছে কোথায় এর,
সে-সার্থকতায় জীবনটাকে
চালিয়ে নেবার কীই বা জের ;
শিষ্ট-সাধু সার্থকতা
প্রেষ্ঠনিষ্ঠা, অনুগতি,
কৃতি-সম্বেগ নিয়েই চলে
উৎসর্জ্জনায় ক'রে স্থিতি ;
অপকর্ম্মের নিষ্ঠা কিন্তু
বাচাল-বেভুল গৰ্ব্বিত হয়—
যা'র ফলেতে অশিষ্ট আচার
নিষ্ঠা হারিয়ে অশ্রেয়ে ধায় । ১১১ ।
করণীয় যা কিছু তোর
করিস্ সে-সব তড়িৎ-তালে,
নিষ্পন্নতায় সবই আনিস্
কৃতি-বোধন চৰ্য্যাবলে ;
যতই জানিস্ রাখবি ফেলে
করণীয় তোর যা’-কিছু,
ব্যর্থতাটা ছুটবে জানিস্
আপদ্ নিয়ে পিছু-পিছু । ১১২।
করণীয় যা' স্মরণ ক'রো
ক'রেছ যা' তাহার সাথে,
কী ক'রে যে কেমন হয় তা
নাও জেনে তা' হাতে-হাতে ;
উপনিষদের অমর বাণী
অন্তরেতে রেখো গাঁথা,
নিয়ন্ত্রিত হ'য়ে চল,
ক'রো নাকো যা' ইচ্ছা তা' । ১১৩।
কিছু করার আগেই ভাবিস্—
কী করলে বা কী-ই হয়,
অসুবিধা কতখানি
সুবিধাই বা কত হয় ;
সুবিধা হ'লে করবিই বা কী
অসুবিধায় করবি কেমন,
পেতে হ'লে করবি বা কী
ভেবে চিন্তা রাখিস তেমন ;
বিপৰ্য্যয় বা বাধা হ'লে
নিরাকরণ তা'র করবি কী,
ত্বরিত চিন্তায় সাজিয়ে রাখিস্
প্রস্তুতির সাথে দক্ষ ধী ;
এই রকমে চলিস্ যদি
বিপর্য্যয়টা হবে কম,
ঐ নিবারক-প্রস্তুতি তোর
তেমনি রাখবে ধ'রে দম । ১১৪।

Loading