সত্যানুসরণ-এ থাকা শ্রীশ্রীঠাকুরের বাণীটি হলো:
“বন্ধুত্ব খারিজ ক’রো না, তা’ হ’লে শাস্তিতে সমবেদনা ও সান্ত্বনা পাবে না।“
পরমপূজ্যপাদ শ্রীশ্রীবড়দা কর্তৃক ব্যাখ্যা :
ছেলেদের আলোচনায় গোবিন্দের (বিশ্বাস) উপর আলোচনার ভার পড়ল। গোবিন্দ বাণীটি পড়ে বলল—এখানে ঠাকুর বন্ধুত্ব খারিজ করতে নিষেধ করছেন—করলে সান্ত্বনা পাব না।
শ্রীশ্রীপিতৃদেব—খারিজ করলে কি বা হবে, আর সান্ত্বনাই বা কেমন ভাবে পাব?
গোবিন্দ চুপ থাকতে ধৃতিদীপি বক্সীকে নির্দেশ করলেন।
ধৃতিদীপি—বন্ধুত্ব ঠিক রাখলে সে আমার বিপদে বা শাস্তিতে দুঃখ অনুভব করে সহানুভূতি জানাবে। বলবে—কিছু হবে না, ভাল হয়ে যাবে পরমপিতার দয়ায়; এরকম সবারই হয়—আমার এর চাইতে বেশী হয়েছিল, এই সব বলে সাহস দেবে।
শ্ৰীশ্রীপিতৃদেব—আর বন্ধুত্ব খারিজ করলে কি হয় জানিস? দুঃখ অনুভব করবে, কিন্তু দাঁড়িয়ে হাসবে। সহানুভূতি দেখাতে আসবে না।
ধৃতিদীপি—আজ্ঞে।
[ পিতৃদেবের চরণপ্রান্তে/তাং-৩/৭/৭৯ ইং ]
[প্রসঙ্গঃ সত্যানুসরণ পৃষ্ঠা ৮৭]