যা’ ধারণা ….বা অসীম!
যা’ ধারণা ক’রতে গিয়ে মন নিজত্ব হারিয়ে ফেলে—তাই অনন্ত বা অসীম! শান্তি ! শান্তি ! শান্তি !
সকল আনন্দের উৎস
যা’ ধারণা ক’রতে গিয়ে মন নিজত্ব হারিয়ে ফেলে—তাই অনন্ত বা অসীম! শান্তি ! শান্তি ! শান্তি !
যা’ ধারণা ক’রতে মনের নিজত্ব অক্ষুণ্ণ থাকে —তাই সসীম।
যার অস্তিত্ব আছে এবং তার বিকাশ আছে —তাই সত্য (Real)।
যা’ ক’রলে রক্ষা হ’তে পতিত হয়—তাই পাপ।
যা’ ক’রলে অস্তিত্বকে রক্ষা করা হয়— তাই পুণ্য।
যেখানে গমন ক’রলে মনের গ্রন্থির মোচন বা সমাধান হয়—তাই তীর্থ।
কোন কাজ ক’রে—বিচার-দ্বারা তার ভাল-মন্দ অনুভব ক’রে যে-তাপের দরুন মন্দে বিরতি আসে—তাই অনুতাপ।
কোন বস্তুকে লক্ষ্য ক’রে তার স্বরূপ-নির্দ্দেশক বিশ্লেষণই—যুক্তি।
যে-তুলনা অন্তর্নিহিত কারণকে ফুটিয়ে তোলে —তাই প্রকৃত বিচার।
মনের সর্ব্বপ্রকার গ্রন্থির (সংস্কারের) সমাধান বা মোচন হ’য়ে এক-এ সার্থক হওয়াই—মুক্তি।