জ্ঞান অর্জন নিয়ে সত্যানুসরণের বাণী

শ্রীশ্রীঠাকুর সত্যানুসরণে জ্ঞান অর্জন নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন….

সত্যদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা কর এবং বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ কর। বই প’ড়ে বই হ’য়ে যেও না, তার essence (সার)-কে মজ্জাগত ক’রতে চেষ্টা কর। Pull the husk to draw the seed. (তুষটা ফেলে শস্যটা নিতে হয়)।

[উপরের “সত্যদর্শীর…seed.” বাণীটির ব্যাখ্যা]

উপর-উপর দেখেই কিছু ছেড়ো না বা কোন মত প্রকাশ ক’রো না। কোনও-কিছুর শেষ না দেখলে তার সম্বন্ধে জ্ঞানই হয় না; আর, না জানলে তুমি তার বিষয় কী মত প্রকাশ ক’রবে?

[উপরের “উপর-উপর..করবে?” বাণীটির ব্যাখ্যা]

যা’ই কেন কর না, তার ভিতর সত্য দেখতে চেষ্টা কর। সত্য দেখা মানেই তাকে আগাগোড় জানা; আর, তাই জ্ঞান।

[উপরের “যাই কেন….জ্ঞান” বাণীটির ব্যাখ্যা]

যা’ তুমি জান না, এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না।

[উপরের “যা’ তুমি…না” বাণীটির ব্যাখ্যা]

Loading