অনুতাপ সম্বন্ধে সত্যানুসরণ

অনুতাপ সম্বন্ধে শ্রীশ্রীঠাকুর সত্যানুসরণের ৯, ১০ পৃষ্ঠায় বলেছেন…

অনুতাপ কর; কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হ’তে না হয়।

যখনই তোমার কুকর্ম্মের জন্য তুমি অনুতপ্ত তবে, তখনই পরমপিতা তোমাকে ক্ষমা করবেন ; আর ক্ষমা হ’লেই বুঝতে পারবে, তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে; আর, তা’ হলেই তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে।

যে অনুতপ্ত হ’য়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্বরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে।

শুধু মুখে-মুখে অনুতাপ অনুতাপই নয়, ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্পবিস্তর প্রকাশ পায়।

English Version

Repent, but see that you have not to repent again.

When you will be repentant for your misdeeds, at that very moment you
will be pardoned by the Supreme Father, and you will understand it by the
heavenly consolation you find in your heart. That will make you
courteous, peaceful and cheerful.

It should be understood that he who repents but commits the same blunder
again, must fall soon into deadening misery.

To repent in words only is not repentance at all. It is rather an obstruction
to feeling repentance at heart. When real repentance comes, all its signs
express themselves in varying degrees.

Loading