অন্যকে দিতে চেষ্টা করা – সত্যানুসরণ

সত্যানুসরণের ২০ পৃষ্টায় শ্রীশ্রীঠাকুর বলেছেন…..

তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা কর, অপরকেও তেমনি দিতে চেষ্টা কর—এমনতর বুঝে চ’লতে পারলেই যথেষ্ট—আপনি সব্বাই তোমাকে পছন্দ ক’রবে, ভালবাসবে।

[উপরের “তুমি..ভালবাসবে” বাণীটির ব্যাখ্যা]

নিজে ঠিক থেকে সব্বাইকে সৎভাবে খুশি ক’রতে চেষ্টা কর, দেখবে সব্বাই তোমাকে খুশি ক’রতে চেষ্টা করছে। সাবধান! নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তা’ হ’লে তোমার দুর্গতির সীমা থাকবে না।

[উপরের “নিজে… থাকবে না।” বাণীটির ব্যাখ্যা]

Loading