ক্ষমা, বিচার, অন্যায়

ক্ষমা, বিচার, অন্যায় প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর সত্যানুসরণের পৃষ্ঠা নং ৩৬ এ বলেছেন…

ক্ষমা কর, কিন্তু অন্তরের সহিত ; ভিতর গরম রেখে অপারগতাবশতঃ ক্ষমাশীল হ’তে যেও না।

[উপরের “ক্ষমা…না” বাণীটির ব্যাখ্যা]

বিচারের ভার, শাস্তির ভার আপনহাতে নিতে যেও না ; অন্তরের সহিত পরমপিতার উপর ন্যস্ত কর, ভাল হবে।

[উপরের “বিচারের…হবে” বাণীটির ব্যাখ্যা]

কাহাকেও অন্যায়ের জন্য যদি তুমি শাস্তিবিধান কর, নিশ্চয় জেনো—পরমপিতা ঐ শাস্তি উভয়ের মধ্যে তারতম্যানুসারে ভাগ ক’রে দেবেন।

[উপরের “কাহাকেও…দেবেন” বাণীটির ব্যাখ্যা]

পিতার জন্য, সত্যের জন্য দুঃখ ভোগ কর, অনন্ত শান্তি পাবে।

[উপরের “পিতার…পাবে” বাণীটির ব্যাখ্যা]

তুমি সত্যে অবস্থান কর, অন্যায়কে সহ্য ক’রতে চেষ্টা কর, প্রতিরোধ ক’রো না, শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হবে।

[উপরের “তুমি… হবে” বাণীটির ব্যাখ্যা]

Loading