সরল সাধুতা, বিনয়, প্রেম, বিশ্বাস, জ্ঞান, দীনতা, সদগুরুর আদেশ পালন ইত্যাদি বিষয়ে সত্যানুসরণে (পৃষ্ঠা নং ৫৩ ) শ্রীশ্রীঠাকুর বলেন…
সরল সাধুতার মত আর চতুরতা নেই ; —যে যেমনই হোক না কেন, এ ফাঁদে ধরা প’ড়বেই প’ড়বে। Honesty is the best policy. (সরল সাধুতাই চরম কৌশল)।
[উপরের “সরল…কৌশল” বাণীটির ব্যাখ্যা]
বিনয়ের মত সম্মোহনকারক আর কিছুই নেই।
[উপরের “বিনয়…নেই” বাণীটির ব্যাখ্যা]
প্রেমের মত আকর্ষণকারীই বা আর কে?
[উপরের “প্রেমের…কে?” বাণীটির ব্যাখ্যা]
বিশ্বাসের মত আর সিদ্ধি নেই।
[উপরের “বিশ্বাসের…নেই” বাণীটির ব্যাখ্যা]
জ্ঞানের মত আর দৃষ্টি নেই।
[উপরের “জ্ঞানের…নেই” বাণীটির ব্যাখ্যা]
আন্তরিক দীনতার মত অহঙ্কারকে জব্দ করার আর কিছুই নেই।
[উপরের “আন্তরিক…নেই” বাণীটির ব্যাখ্যা]
সদ্গুরুর আদেশ পালনের মত আর মন্ত্র কী আছে?
[উপরের “সদগুরু…আছে?” বাণীটির ব্যাখ্যা]
চল, এগিয়ে যাও, রাস্তা ভেবেই ক্লান্ত হ’য়ে প’ড় না, তা’ হ’লে আর যাওয়া হবে না।