সৎ-চিন্তা, সৎকর্ম প্রসঙ্গে সত্যানুসরণের পৃষ্ঠা নং ৪০ এ শ্রীশ্রীঠাকুর বলেছেন……
যদি নিজে সন্তুষ্ট বা নির্ভাবনা হ’য়ে থাক, তবে অন্যের জন্য চেষ্টা কর।
[উপরের “যদি…কর” বাণীটির ব্যাখ্যা]
যে-পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হ’য়ে অভিভূত হবে, সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে ও দুর্ব্বলতাগ্রস্ত হ’য়ে প’ড়বে।
[উপরের “যে পরিমাণে…” বাণীটির ব্যাখ্যা]
যদি রক্ষা পেতে চাও, ভয় এবং দুর্ব্বলতা ব’লে কিছু রেখো না ; সৎ-চিন্তা এবং সৎ-কর্ম্মে ডুবে থাক।
[উপরের “যদি…থাক।” বাণীটির ব্যাখ্যা]
অসৎ-এ আসক্তি থেকে ভয়, শোক ও দুঃখ আসে।
[উপরের “অসৎ…আসে।” বাণীটির ব্যাখ্যা]
অসৎ পরিহার কর, সৎ-এ আস্থাবান হও, ত্রাণ পাবে।
[উপরের “অসৎ…পাবে” বাণীটির ব্যাখ্যা]
সৎ-চিন্তায় নিমজ্জিত থাক, সৎ-কৰ্ম্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দ্দিক সৎ হ’য়ে সকল সময় তোমাকে রক্ষা ক’রবেই ক’রবে।