সৎ এর প্রকাশ বিষয়ে সত্যানুসরণ

সৎ এর প্রকাশ নিয়ে সত্যানুসরণের পৃষ্ঠা নং ২৬ এ নিম্নরূপ বাণী রয়েছে।

তোমার সৎস্বভাব কর্ম্মে ফুটে উঠুক, কিন্তু আপন ভাষায় ব্যক্ত না হয়, নজর রেখো।

[উপরের “তোমার ..রেখো” – বাণীটির ব্যাখ্যা]

সৎ-এ তোমার আসক্তি সংলগ্ন কর, অজ্ঞাতসারে সৎ হবে। তুমি আপনভাবে সৎ-চিন্তায় নিমগ্ন হও, তোমার অনুযায়ী ভাব আপনি ফুটে বেরুবে।

[উপরের “সৎ…বেরুবে” বাণীটির ব্যাখ্যা]

অসৎ-চিন্তা যেমন চাহনিতে, বাক্যে, আচরণে, ব্যবহারে ইত্যাদিতে ফুটে বেরোয়, সৎ-চিন্তাও তেমনি উক্তরূপেই ফুটে বেরোয়।

[উপরের “অসৎ…বেরোয়” বাণীটির ব্যাখ্যা]

Loading