প্রত্যেকের মা-ই জগজ্জননী… এমনতর ভাবতে হয়। – ব্যাখ্যা

“প্রত্যেকের মা-ই জগজ্জননী। প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ, এমনতর ভাবতে হয়।”

Loading

ভগবান্ শ্রীশ্রীরামকৃষ্ণদেব..কামিনী-কাঞ্চন….তফাৎ থাক। – ব্যাখ্যা

শ্রীশ্রীপিতৃদেব—টাকা-পয়সা, কামিনীতে ইন্দ্রিয় চরিতার্থ তো হয়ে থাকেই। ইন্দ্রিয়াদির দ্বারাই শরীর পরিচালিত হচ্ছে। ইন্দ্রিয়ের রাজা মন।

Loading

“দুর্ব্বল হৃদয়ে প্রেমভক্তির….. হৃদয়ের দৃষ্টান্ত।”- ব্যাখ্যা

এক একজনের কষ্ট দেখে অনেকে মনে করে, আমার ছেলের এমন যদি হয় তাহলে তো শেষ । এই বলে কেঁদে ছেলেরই অসুখ বাড়িয়ে তোলে।

Loading

দুর্ব্বল মন চিরকালই ….. হ’য়ে যায়।-ব্যাখ্যা

“দুর্ব্বল মন চিরকালই সন্দিগ্ধ, —তারা কখনই নির্ভর ক’রতে পারে না। বিশ্বাস হারিয়ে ফেলেছে— তাই প্রায়ই রুগ্ন, কুটিল, ইন্দ্রিয়পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়। শেষে অশান্তিতে সুখ-দুঃখ ডুবে যায়, —কি সুখ, কি দুঃখ ব’লতে পারে না; ব’ললে হয়ত বলে ‘বেশ’, তা’ও অশান্তি ; অবসাদে জীবন ক্ষয় হ’য়ে যায়।”

Loading